হতাশ, ক্ষুব্ধ আর্জেন্টিনা কোচ

টানা দুই ম্যাচ ড্র করার পর প্যারাগুয়ের কাছে হার। স্বভাবতই হতাশ ও ক্ষুব্ধ আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউসা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2016, 11:36 AM
Updated : 13 Oct 2016, 03:08 PM

বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের কাছে আর্জেন্টিনা একমাত্র গোলে হারার পর সংবাদ সম্মেলনে অসন্তুষ্টির কথা জানান বাউসা।

“আমরা আরও ভালো ম্যাচ খেলা আর জেতার পরিকল্পনা নিয়ে এসেছিলাম। এই কারণে আমি হতাশ ও ক্ষুব্ধ।”

“ম্যাচটি ভালো যায়নি আমাদের। দ্বিতীয়ার্ধে আমরা উন্নতি করেছি কিন্তু সমতাসূচক গোল করতে পারিনি।”

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় আর্জেন্টিনা। তবে পেনাল্টি থেকে গোল করতে পারেননি সের্হিও আগুয়েরো।

গত ১ সেপ্টেম্বরে নিজেদের মাঠে উরুগুয়েকে ১-০ গোলে হারানোর পর আর কোনো ম্যাচ জেতেনি আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে এই ম্যাচের আগে ভেনেজুয়েলা আর পেরুর সঙ্গে দুটি ম্যাচেই ২-২ গোলে ড্র করে বাউসার দল।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দশম রাউন্ড শেষে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্জেন্টিনা। বেলো হরিজন্তেতে তাদের পরের ম্যাচ আগামী ১০ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নেইমাররা।

দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের পয়েন্ট ২০। ১৭ পয়েন্ট নিয়ে একুয়েডর তৃতীয় ও কলম্বিয়া চতুর্থ স্থানে আছে।