দ্রুততম গোলের রেকর্ড বেনটেকের

বিশ্বকাপ বাছাইপর্বে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন বেলজিয়ামের ক্রিস্টিয়ান বেনটেকে। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2016, 08:30 AM
Updated : 11 Oct 2016, 08:31 AM

বিবিসির হিসেব অনুযায়ী বেলজিয়ামের ফরোয়ার্ড বেনটেকে ম্যাচ শুরু হওয়ার পর ৮.১ সেকেন্ডে গোলটি করেন।

বিশ্বকাপ বাছাইপর্বে দ্রুততম গোলের রেকর্ডটি এর আগে ছিল স্যান ম্যারিনোর দাভিদে গুয়ালতিয়েরির। ১৯৯৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৮.৩ সেকেন্ডে গোল করেছিলেন তিনি।

নিজেদের মাঠে গত সোমবার ম্যাচ শুরু করার সঙ্গে সঙ্গেই বল হারায় জিব্রাল্টার। ডি-বক্সের বাইরে বল পেয়ে ভেতরে ঢুকে যান বেনটেকে। এর পর বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়ান ক্রিস্টাল প্যালেসের এই ফরোয়ার্ড।

৪৩ ও ৫৬তম মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন বেনটেকে। এ ছাড়া একটি করে গোল করেন আক্সল ভিটসেল, ড্রিস মের্টেন্স ও এডেন হ্যাজার্ড। সব মিলিয়ে জিব্রাল্টারকে ৬-০ গোলে উড়িয়ে দেয় বেলজিয়াম। 

এই জয়ের পর ৩ রাউন্ড শেষে পুরো ৯ পয়েন্ট নিয়ে রাশিয়া ২০১৮ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে বেলজিয়াম। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গ্রিস। তৃতীয় স্থানে থাকা বসনিয়া ও হার্জেগোভিনার পয়েন্ট ৬।