‘ফুটবলের সব কিছু জানে মেসি’

লিওনেল মেসি ফুটবলের সব কিছু নিয়ে সব জানেন বলে মনে করেন আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউসা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2016, 03:50 PM
Updated : 9 Oct 2016, 03:50 PM

গত জুনে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষাণা দিয়েছিলেন মেসি। এর পর জেরার্দো মার্তিনোও সরে গেলে অগাস্টে দায়িত্ব নেন বাউসা। নতুন কোচের সঙ্গে আলোচনা শেষে জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড।

জাতীয় দলে ফিরে বিশ্বকাপ বাছাইপর্বে জয়সূচক গোল করে উরুগুয়েকে হারানোর পর চোটের কারণে আর্জেন্টিনার হয়ে মাঠে নামা হয়নি মেসির।

ক্রীড়া দৈনিক স্পোর্তকে বাউসা জানান, মেসির সঙ্গে আলোচনার সময় তিনি বুঝতে পারেন মেসি ফুটবল সম্পর্কে অনেক ভালো জানেন।

“আমাকে যেটা বিস্মিত করেছে তা হলো সে ফুটবল সম্পর্কে কতটা জানে। কারণ, সে সব জানে, তার সতীর্থদের সম্পর্কে, টেকনিক্যাল দল আর ফুটবল সম্পর্কে। সে সব বিষয়ে সচেতন।”

“আমি সব সময় ভেবেছি তার পর্যায়ের একজন খেলোয়াড়কে ফুটবল সম্পর্কে অনেক জানা একজন খেলোয়াড় হতে হবে। কিন্তু আমি যেমনটা ভেবেছি তার চেয়ে বেশি জ্ঞান রেখে সে আমাকে বিস্মিত করেছে।”

“লিও সব কিছু সম্পর্কে সব জানে। কিছুই তার এড়িয়ে যায় না। তার সম্যক ধারণা আছে।”