হ্যান্ডবলে শ্রীলঙ্কাকে উড়িয়ে মেয়েদের শুভসূচনা

আইএইচএফ ট্রফিতে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কাকে ৪৭-১৪ গোলে হারিয়ে মুকুট ধরে রাখার পথে যাত্রা শুরু করেছে রুবিনা-পারুলরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2016, 01:35 PM
Updated : 9 Oct 2016, 05:40 PM

শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে রোববার ম্যাচের প্রথমার্ধে ২২-৭ গোলে এগিয়ে ছিল মেয়েরা।

বাংলাদেশের শিফা সর্বোচ্চ ৯ গোল করেন। এছাড়া পারুল ৭টি, পূর্ণিমা ও শাহিদা ৫টি এবং শাহানাজ পারখীন ও শাহিনা আক্তার ৪টি করে গোল দেন।

বড় জয়ে শুরু হলেও মাটিতে পা রাখছেন কোচ তৌহিদুর আলম সোহেল, “জয়ে শুরু পাওয়ায় অবশ্যই খুশি। মেয়েদের কাছে যা চাওয়া ছিল, তারা তা পূরণ করতে পেরেছে। প্রথম ম্যাচ বলে কিছু ভুল-ত্রুটি ছিল, আশা করি পরের ম্যাচে তা থাকবে না।”

অধিনায়ক রুবিনা বেগমও জানালেন, শ্রীলঙ্কার বিপক্ষে জয় তাদের মুকুট ধরে রাখার বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে।

“এর আগে কখনও আমরা শ্রীলঙ্কার মুখোমুখি হয়নি। গত আসরে আমরা শিরোপা জিতলেও তাদের সঙ্গে খেলতে হয়নি। ভেবেছিলাম ওরা আমাদের বাঁধা হয়ে দাঁড়াবে কিন্তু পারেনি।”

“জয় অবশ্যই আনন্দের। এতে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। দলের সবাই গোল করতে পারে। নতুন যারা এসেছে, তারা আরও বেশি পারে। আশা করি, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোয় আমরা এ সাফল্য ধরে রাখতে পারব।”

অনূর্ধ্ব-১৯ বছর বয়সীদের এই প্রতিযোগিতায় আগামী মঙ্গলবার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।