মুলারের জোড়া গোলে জার্মানির সহজ জয়

বিশ্বকাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে জার্মানি। চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচের প্রায় পুরোটা সময় আধিপত্য ধরে রেখে টমাস মুলারের জোড়া গোলে ৩-০ ব্যবধানে জিতেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2016, 08:39 PM
Updated : 8 Oct 2016, 08:56 PM

রোববার রাতে হামবুর্গে জার্মানির অন্য গোলটি করেন টনি ক্রুস।

ঘরের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় জার্মানি। ত্রয়োদশ মিনিটে মারিও গোটসে বাঁ দিক দিয়ে ডি বক্সে ঢুকে আড়াআড়ি পাস দেন মেসুত ওজিলকে। তাতে আলতো টোকায় আর্সেনাল তারকা বল বাড়ান অরক্ষিত মুলারকে। বিনা বাধায় গোলরক্ষকে পরাস্ত করতে কোনো সমস্যা হয়নি বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ডের।

৩৩তম মিনিটে দ্বিতীয় গোল পেতে পারতো স্বাগতিকরা। বল জালে জড়িয়েছিলেন সামি খেদিরা; কিন্তু মিডফিল্ডার জসুয়া কিমিচ অফসাইডে ছিলেন। পরের মিনিটে গোলমুখে বল পেয়েও জালে জড়াতে পারেননি মিডফিল্ডার ইউলিয়ান ড্রাক্সলার।

প্রথমার্ধের অধিকাংশ সময় বল দখলে রাখা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা দ্বিতীয়ার্ধের শুরুতেই

ব্যবধান দ্বিগুণ করে। ডান দিক থেকে কিমিচের বাড়ানো বল ধরে ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ক্রুস।

৬৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন মুলার। বাঁ দিক থেকে ইয়োনাস হেক্টরের দারুণ পাস ছয় গজ বক্সে পেয়ে প্রথম শটেই লক্ষ্যভেদ করেন এই তারকা ফরোয়ার্ড।

প্রথম ম্যাচে নরওয়েকে ৩-০ গোলে হারানো জার্মানি টানা দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠেছে।

দিনের অন্য ম্যাচে নরওয়েকে ১-০ গোলে হারানো আজারবাইজান সমান ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে।

আরেক ম্যাচে স্যান ম্যারিনোকে ৪-০ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে নর্দার্ন আয়ারল্যান্ড।

‘ই’ গ্রুপে তারকা স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কির হ্যাটট্রিকে ডেনমার্ককে ৩-২ গোলে হারিয়েছে পোল্যান্ড।