‘পেলে, মারাদোনা, জিদানের চেয়ে ভালো রোনালদিনিয়ো’

জিনেদিন জিদান, দিয়েগো মারাদোনা ও পেলের চেয়েও রোনালদিনিয়ো ভালো খেলোয়াড় ছিলেন বলে দাবি করেছেন তার সাবেক এসি মিলান সতীর্থ কেভিন-প্রিন্স বোয়াটেং।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2016, 03:17 PM
Updated : 8 Oct 2016, 03:17 PM

রোনালদিনিয়ো যখন এসি মিলানে নাম লিখিয়েছিলেন, তখন ব্রাজিলের সাবেক এই তারকা তার সেরা সময় পেছনে ফেলে এসেছিলেন বলে মনে করেন জার্মানিতে জন্ম নেওয়া ঘানার ফুটবলার বোয়াটেং। বর্তমানে লাস পালমাসে খেলা এই মিডফিল্ডার রোনালদিনিয়োর সেই সময়ের খেলায়ও মুগ্ধ হয়েছিলেন।

“আমি যাদের সঙ্গে খেলেছি তাদের মধ্যে সেরা কে? কোনো সন্দেহ ছাড়াই রোনালদিনিয়ো।”

“তিনি যখন মিলানে এসেছিলেন তার বড় কোনো চাওয়া ছিল না বা ক্লান্ত ছিলেন। তখন তিনি আর আগের সেই দিনিয়ো ছিলেন না। কিন্তু তিনি মানুষকে দেখাতে চেয়েছিলেন যে তিনিই বিশ্বের সেরা খেলোয়াড়। জিদান, পেলে ও মারাদোনার চেয়েও ভালো।”

ফক্স স্পোর্টসের সঙ্গে কথা বলার সময় রোনালদিনিয়োর প্রতিভা বোঝাতে কিছু উদাহরণও দেন বোয়াটেং।

“তিনি তিন বার ক্রসবারে বল লাগাতে চাইলে পারতেন। আমরা বিস্মিত হতাম, একজনের মধ্যে এত প্রতিভা থাকা কিভাবে সম্ভব। এটা অবিশ্বাস্য ছিল।”