উরুগুয়ের বিপক্ষে খেলবেন না হামেস

চোটের কারণে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে পারবেন না কলম্বিয়ার মিডফিল্ডার হামেস রদ্রিগেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2016, 10:42 AM
Updated : 8 Oct 2016, 02:56 PM

পায়ের পেছনের পেশিতে চোট পেলেও উরুগুয়ের বিপক্ষে খেলার সম্ভাবনা ছিল হামেসের। তবে কলম্বিয়ার ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, রিয়াল মাদ্রিদের এই তারকা শিগগিরই স্পেনে ফিরে যাবেন।

নিজেদের মাঠে কলম্বিয়া ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার রাত আড়াইটায়।

হামেসকে ছাড়া গত ম্যাচে প্যারাগুয়েকে শেষ সময়ের একমাত্র গোলে হারায় কলম্বিয়া।

৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে চতুর্থ স্থানে আছে কলম্বিয়া। ১৬ পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে এগিয়ে থেকে তৃতীয় স্থানে একুয়েডর। কলম্বিয়ার সঙ্গে পয়েন্ট ও গোল পার্থক্য সমান হলেও গোল কম করার কারণে পঞ্চম স্থানে আছে আর্জেন্টিনা।

নবম রাউন্ড শেষে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে উরুগুয়ে। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের পয়েন্ট ১৮।