বাছাইপর্বের বাকি সব ম্যাচ জিততে চান রোনালদো

চোট কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরার ম্যাচে চার গোল করা ক্রিস্তিয়ানো রোনালদো বিশ্বকাপ বাছাইপর্বে পর্তুগালের বাকি সব ম্যাচ জিততে চান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2016, 09:24 AM
Updated : 8 Oct 2016, 09:25 AM

রোনালদোকে ছাড়া খেলতে নেমে রাশিয়া ২০১৮ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরেছিল পর্তুগাল। নিজেদের মাঠে গত শুক্রবার ফিফা র‌্যাঙ্কিংয়ের ২০৩ নম্বরে থাকা অ্যান্ডোরাকে ৬-০ গোলে উড়িয়ে দেয় ফের্নান্দো সান্তোসের দল।

গত জুলাইয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পর্তুগালের ১-০ গোলে জেতা ম্যাচে হাঁটুর চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন রোনালদো। এর পর পর্তুগালের হয়ে এই প্রথম মাঠে নামলেন দেশটির অধিনায়ক। ক্যারিয়ারের ৪২তম হ্যাটট্রিক পাওয়া রোনালদো আন্তর্জাতিক ফুটবলে এদিন নিজের ৬৫তম গোল করেন।

ফেরার ম্যাচে জ্বলে ওঠা রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রোনালদো ম্যাচ শেষে বলেন, “আমি জানি, দলের অন্য খেলোয়াড়দের মতো আমিও গুরুত্বপূর্ণ। জাতীয় দলের জন্য আমি সব সময়ই সব কিছু দিয়েছি, আমি নিজেকে প্রয়োজনীয় মনে করি এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেই চোটের পর ফিরতে পেরে আমি খুশি।”

“আটটি ম্যাচ বাকি আছে এবং বিশ্বকাপে (মূল পর্বে) যেতে আমরা আট ম্যাচের সবগুলোই জিততে চাই।”

ফ্যারো আইল্যান্ডসের বিপক্ষে পর্তুগাল নিজেদের পরের ম্যাচটি খেলতে নামবে আগামী সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।