মেসিকে ছাড়া খেলতে প্রস্তুত আর্জেন্টিনা

চোটের কারণে লিওনেল মেসি না থাকলেও বিশ্বকাপ বাছাইপর্বে পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে ভালো খেলার জন্য আর্জেন্টিনা দল তৈরি বলে জানিয়েছেন দেশটির কোচ এদগার্দো বাউসা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2016, 09:45 AM
Updated : 6 Oct 2016, 09:45 AM

বার্সেলোনার হয়ে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২১ সেপ্টেম্বর লা লিগার একটি ম্যাচ খেলার সময় কুঁচকিতে চোট পেয়েছিলেন মেসি। সেই সময়ই ধারণা করা হয়েছিল তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে আর্জেন্টিনা অধিনায়ককে।

পেরুর মাঠে আর্জেন্টিনা ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ সময় শুক্রবার সকাল সোয়া ৮টায়। নিজেদের মাঠে বাউসার দলের পরের ম্যাচটি আগামী বুধবার।

পেরুর বিপক্ষে ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে বাউসা বলেন, “সেরা খেলোয়াড়ের না থাকাটা একটা চ্যালেঞ্জ। দলের জন্য এটা একটা চ্যালেঞ্জ।”

“আমরা দল হিসেবে প্রস্তুতি নিয়েছি এবং তাকে ছাড়া খেলতে প্রস্তুত।”

রাশিয়া ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে আগামী মাসে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে মেসিকে পাবেন বলে আশাবাদী বাউসা।

বাউসা আশা করছেন, মেসি দ্রুত সেরে উঠবেন আর আগামী নভেম্বরে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে খেলবেন।