মেসির শূন্যতা পূরণে সাহায্য করতে প্রস্তুত কোররেয়া

লিওনেল মেসি না থাকায় তৈরি হওয়া শূন্যতা পূরণে দলকে সাহায্য করতে প্রস্তুত আনহেল কোররেয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2016, 10:06 AM
Updated : 5 Oct 2016, 10:35 AM

অনেকের মতে বর্তমানের সেরা ফুটবলার মেসির অভাব মেটানো কার্যত সম্ভব না হলেও তার অনুপস্থিতির ধাক্কা কিছুটা কমাতে চান আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড।

গত ২১ সেপ্টেম্বর আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে কুঁচকির চোটে পড়ার পর থেকে মাঠের বাইরে আছেন বার্সেলোনার মেসি। ফলে তাকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বে পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে খেলতে হবে আর্জেন্টিনাকে।

বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকালে পেরুর মাঠে খেলবে আর্জেন্টিনা। পাঁচ দিন পর নিজেদের মাঠে বাছাইপর্বের পরের ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

চলতি মৌসুমে অল্প সময়ের জন্য বদলি নেমে দুটি গোল করায় দেপোর্তিভো ও ভালেন্সিয়ার বিপক্ষে আতলেতিকোর সবশেষ জেতা দুটি ম্যাচের প্রথম একাদশে ছিলেন কোররেয়া। সে ধারাবাহিকতায় এবার জাতীয় দলেও ভালো করার প্রত্যয় ২১ বছর বয়সী এই খেলোয়াড়ের।

“সবাই জানে মেসি এক জনই। তার জায়গা যদি আমাকে নিতে হয় তাহলে দলের জন্য সেরা উপায়েই সেটা করার আশা করি আমি।”

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে ব্রাজিল আছে দ্বিতীয় স্থানে। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উরুগুয়ে।