শারাপোভার নিষেধাজ্ঞা কমল

মারিয়া শারাপোভাকে দেওয়া দুই বছরের নিষেধাজ্ঞা কমিয়ে ১৫ মাস করেছে ক্রীড়ার সর্বোচ্চ আদালত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2016, 05:17 PM
Updated : 4 Oct 2016, 05:18 PM

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন চলার সময় করা ডোপ পরীক্ষায় রুশ এই টেনিস তারকার দেহে নিষিদ্ধ উপাদান মেলডোনিয়াম পাওয়া যায়। মার্চের শুরুতে এ কথা জানায় আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। এ অপরাধে তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল সংস্থাটি, যা ধরা হয়েছিল ২০১৬ সালের ২৬ জানুয়ারি থেকে।

কোর্ট অব আর্বিট্র্যাশন ফর স্পোর্টে আপিলের পর নিষেধাজ্ঞা কমায় ২০১৭ সালের ২৬ এপ্রিল কোর্টে ফিরতে পারবেন শারাপোভা, যার জন্য তর সইছে না ২৯ বছর বয়সী এই খেলোয়াড়ের।

“আমি ফেরার আগ পর্যন্ত দিন গুণছি। মনে হচ্ছে, যেন আমার কাছ থেকে আমার ভালোবাসা কেড়ে নেওয়া হয়েছে আর তা ফিরে পাওয়াটা দারুণ হবে। টেনিস আমার প্রেম এবং আমি এটার অভাব বোধ করছি।”

পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী শারাপোভা অবশ্য শুরু থেকেই ইচ্ছাকৃতভাবে এই নিষিদ্ধ উপাদান গ্রহণের কথা অস্বীকার করে আসছেন। তার দাবি, গত ১০ বছর ধরে স্বাস্থ্যগত কারণে যে ওষুধ তিনি নিয়ে আসছিলেন তাতে এই উপাদান ছিল। আগে উপাদানটি অবৈধ ছিলনা। কিন্তু নিয়ম বদলানোর বিষয়টি তার অজানা থেকে যায়।