‘দ্রুত সেরে উঠতে চায় মেসি’

লিওনেল মেসি চোট থেকে যত দ্রুত সম্ভব সেরে উঠতে চায় বলে জানিয়েছেন আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউসা। তবে তারকা এই ফরোয়ার্ড খেলতে মরিয়া হয়ে থাকলেও তাকে আর্জেন্টিনা ও বার্সেলোনার ভালোভাবে দেখভাল করতে হবে বলেও মনে করিয়ে দেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2016, 10:24 AM
Updated : 4 Oct 2016, 10:25 AM

গত ২১ সেপ্টেম্বর আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে কুঁচকির চোটে পড়ার পর থেকে মাঠের বাইরে আছেন মেসি।

মেসির চোট পাওয়া নিয়ে এর আগে বার্সেলোনার দিকে অভিযোগের আঙুল তুললেও এবার আর কোনো ঝামেলায় যাননি বাউসা। টিওয়াইসি স্পোর্টসকে তিনি বলেন, “মেসি তার চোট নিয়ে চিন্তিত। সে খেলতে চায়; তাকে মাঠের বাইরে রাখাটা কঠিন।”

বাউসা মনে করেন, আর্জেন্টিনা ও বার্সেলোনা দুই পক্ষেরই সেরা তারকাকে নিয়ে সতর্ক থাকতে হবে।

“আমরা তাকে স্কোয়াডে রাখার বিষয়টি বিবেচনা করিনি। আমাদেরকে সম্মিলিতভাবে (মেসিকে নিয়ে) সতর্ক থাকতে হবে।”

বিশ্বকাপ বাছাইপর্বের পরের ম্যাচে পেরুর মাঠে আর্জেন্টিনা খেলতে নামবে বাংলাদেশ সময় ৭ অক্টোবর সকালে। পাঁচ দিন পর নিজেদের মাঠে প্যারাগুয়ের মুখোমুখি হবে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বাউসা জানান, যত দ্রুত সম্ভব চোট কাটিয়ে মাঠে ফিরতে উন্মুখ হয়ে আছেন টানা পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড়। কিন্তু তাকেও নিজের দেখভাল করতে হবে।

“বার্সেলোনার চিকিৎসকরা ঠিকঠাক জানেন, মেসিকে কি করতে হবে। আমি বলব, মেসিকেও নিজের যত্নটা নিতে হবে।”

“সে এখন সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে আছে, যেটা ভালো খবর। আমি মনে করি, যখন সে ফিরবে, সে ভালো অবস্থাতেই থাকবে।”

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে ব্রাজিল আছে দ্বিতীয় স্থানে। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উরুগুয়ে।