রিয়ালের ফর্ম নিয়ে ধাঁধায় নাভাস

সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ ড্র করার পর দলের ফর্ম নিয়ে ধাঁধায় পড়ে যাওয়ার কথা জানিয়েছেন স্পেনের সফলতম ক্লাবটির গোলরক্ষক কেইলর নাভাস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2016, 09:46 AM
Updated : 3 Oct 2016, 03:38 PM

নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে গত রোববার এইবারের সঙ্গে ১-১ গোলে ড্র করে রিয়াল।

এর আগে লা লিগায় ভিয়ারিয়াল ও লাস পালমাস এবং চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ড্র করেছিল জিনেদিন জিদানের দল।

সম্প্রতি রিয়ালের এমন পারফরম্যান্সের কোনো ব্যাখ্যা নেই নাভাসের কাছে।

“আমি জানি না (কেন আমরা জয় পাচ্ছি না)। আমরা কঠোর পরিশ্রম করছি, আমরা চেষ্টা করছি এবং আমরা সব সময়ই জয়ের লক্ষ্য নিয়ে খেলি।”

“ঘরের মাঠে ড্র করা সব সময়ই হতাশার। আমাদের উন্নতি করতে হবে এবং আন্তজার্তিক বিরতির পর আরও শক্তিশালী হয়ে ফিরতে হবে।”

রিয়াল দলে অবশ্য এটা নিয়ে অস্থিরতা নেই বলে জানান কোস্টা রিকার এই গোলরক্ষক। 

“আমরা শান্ত আছি। আমরা জানি, আমাদের উন্নতি করতে হবে। কিছু ফল হাতছাড়া হয়ে গেছে আমাদের। আমরা যদি লক্ষ্যে পৌঁছাতে চাই তাহলে পয়েন্ট ফসকাতে দেওয়া যাবে না।”

এই ড্রয়ের পর ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ। ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে বার্সেলোনা। ১ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে সেভিয়া।