বার্সার হারের দায় ‘সবার’

সেল্তা ভিগোর বিপক্ষে ভীষণ বাজে খেলার জন্য শুধু গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে দুষছেন না লুইস এনরিকে। হারের দায় সবাই মিলে ভাগ করে নিয়েছেন বার্সেলোনার কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2016, 06:40 AM
Updated : 3 Oct 2016, 03:28 PM

সেল্তার মাঠ থেকে গত রোববার ৪-৩ গোলে হেরে আসে লা লিগার চ্যাম্পিয়নরা, যাতে বড় ভূমিকা ছিল জার্মান গোলরক্ষক টের স্টেগেনের।

টের স্টেগেনের সঙ্গে ডিফেন্ডার সের্হিও বুসকেতসের বোঝাপড়ার ঘাটতিতে প্রথম গোলটি খায় বার্সেলোনা। সেল্তার আক্রমণে বারবার ভেঙে পড়ে বার্সার রক্ষণ। বল বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালেই ঢুকিয়ে দলকে তৃতীয় গোলটি খাওয়ান ফরাসি ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ।

৩-২ গোলে পিছিয়ে থাকা বার্সেলোনা যখন সমতায় ফিরতে একের পর এক আক্রমণ করে যাচ্ছিল, তখনই টের স্টেগেন চরম এক ভুল করে বসেন। একটি ব্যাকপাস তেমন কোনো চাপ ছাড়াই বিপদমুক্ত করতে গিয়ে শট মারেন এগিয়ে আসা পাবলো এর্নান্দেসের দিকে! বল তার মাথায় লেগে জালে ঢুকে যায়।

ম্যাচ শেষে এনরিকে বার্সা টিভিকে বলেন, “সবার জন্যই এই হার। প্রথমত, আমার জন্য। দলের জন্য আমিই দায়ী। এখন আমাদের উন্নতি করতে হবে।”

“আমাদের যেহেতু শীর্ষে যাওয়ার সুযোগ ছিল তাই দিনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আর আমরা এর সুবিধা নিতে পারিনি।”

এই নিয়ে চলতি মৌসুমে লা লিগায় খেলা ৭ ম্যাচের দুটিতে হারল বার্সেলোনা। তবে শিষ্যদের পাশেই আছেন এনরিকে।

“খেলোয়াড়রা যন্ত্র নয়, আমাদের অবশ্যই উন্নতি করতে হবে এবং পরের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।”

এই হারের পর ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লুইস এনরিকের দল। ১ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে সেভিয়া। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে।