‘মেসির অভাব পূরণ করবে তুরান’

লিওনেল মেসিকে ছাড়াও বার্সেলোনা এগিয়ে যাবে বলে মনে করেন লুইস এনরিকে। কাতালান ক্লাবটির কোচের বিশ্বাস, চোটে পড়া আর্জেন্টিনার তারকা এই ফরোয়ার্ডের অনুপস্থিতিতে তুরস্কের মিডফিল্ডার আরদা তুরান জ্বলে উঠতে পারবেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2016, 07:09 PM
Updated : 1 Oct 2016, 07:09 PM

আগামী রোববার লা লিগার ম্যাচে সেল্তা ভিগোর মুখোমুখি হবে শিরোপাধারী বার্সেলোনা। এ ম্যাচ সামনে রেখে তুরানের ওপর নিজের আস্থার কথা জানান এনরিকে।

“দুর্ভাগ্যজনকভাবে গত বছরও আমরা তাকে (মেসি) ছাড়া দুই মাস ছিলাম কিন্তু দলের খেলোয়াড়রা জানে, তারা অবশ্যই শিরোপা জয়ের জন্য খেলতে হবে এবং তারা সেটা করছেও।”

“জানুয়ারি পর্যন্ত সে (তুরান) খেলতে পারেনি কিন্তু আমি সবসময় খুশি ছিলাম যেভাবে তুরান খেলেছে। …সে উন্নতি করছে কিন্তু এটা আমরা সব খেলোয়াড়ের কাছে চাই।”

গত সেপ্টেম্বরের শেষ দিকে লা লিগায় আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র ম্যাচে চোট পান মেসি। পরে বার্সেলোনা জানায়, মেসির কুঁচকির মাংসপেশি ছিড়ে গেছে। এ কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড।