ফেনীর জালে আরামবাগের গোল উৎসব

ফেনী সকারকে ৫-১ গোলে উড়িয়ে প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2016, 04:54 PM
Updated : 1 Oct 2016, 04:54 PM

সিলেট জেলা স্টেডিয়ামে শনিবার ম্যাচের তৃতীয় মিনিটে সাজিদুর রহমান সাজিদের গোলে এগিয়ে যায় আরামবাগ। পঞ্চদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ আব্দুল্লাহ।

প্রথমার্ধের যোগ করা সময়ে চৌমরিন রাখাইনের গোলে ম্যাচের ফেরার সুযোগ পায় ফেনী সকার। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের মেলে ধরতে পারেনি তারা। আরও তিন গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে যায়।

দ্বিতীয়ার্ধে সাজিদ নিজের দ্বিতীয় গোলটি করার পর জাফর ইকবাল দুবার লক্ষ্যভেদ করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আরামবাগ।

নয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে আরামবাগ; সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে ফেনী সকার।

শনিবার প্রথম ম্যাচে টিম বিজেএমসিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে দলটি।

ফেনী সকার ও আরামবাগের ম্যাচ দিয়ে শেষ হলো প্রিমিয়ার লিগের সিলেট পর্ব। আগামী ১৪ অক্টোবরের ম্যাচ দিয়ে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফের শুরু হবে লিগ।

মাঝের বিরতির মধ্যে আগামী ১০ অক্টোবর থিম্পুতে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফের দ্বিতীয় লেগে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।

এ ম্যাচের জন্য শনিবার থেকে শুরু হয়েছে ক্যাম্প। প্রাথমিক দলে থাকা ৩৩ জনের মধ্যে ১৩ জন সিলেটে লিগের ম্যাচ চলার কারণে প্রথম দিনের অনুশীলনে ছিলেন না।