ফিরমিনো, মিলনারের গোলে লিভারপুলের জয়

পিছিয়ে পড়া লিভারপুলকে সমতায় ফেরান ব্রাজিলের মিডফিল্ডার রবের্ত ফিরমিনো। এর পর ইংল্যান্ডের মিডফিল্ডার জেমস মিলনারের পেনাল্টি গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে সোয়ানসি সিটিকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2016, 02:27 PM
Updated : 1 Oct 2016, 02:34 PM

নিজেদের মাঠে শনিবার ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারত সোয়ানসি। কিন্তু চার গজ দূর থেকে নেওয়া বোর্হা বাস্তনের হেড ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

৩ মিনিট পরই এগিয়ে যায় সোয়ানসি। কর্নার কিক থেকে হেডে ৬ গজ বক্সের মধ্যে বল পাঠান জর্দি আমাত। এর পর পায়ের আলতো টোকায় বল জালে জড়ান লেরয় ফের। চলতি মৌসুমে ডাচ মিডফিল্ডারের এটা চতুর্থ গোল।

৪৩তম মিনিটে সাদিও মানের নেওয়া গোলমুখী শট ঠেকিয়ে দেন সোয়ানসির স্প্যানিশ ডিফেন্ডার আমাত। খানিক পর রবের্ত ফিরমিনোকে লেরয় গোলবঞ্চিত করলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লিভারপুল।

৫৪তম মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান ফিরমিনো। ফিলিপে কৌতিনিয়োর ফ্রি-কিক সোয়ানসির খেলোয়াড়দের গড়া দেয়ালে লেগে ফিরে আসে। জর্ডান হেন্ডারসন তা ফেরত পাঠালে নিখুঁত হেডে বল জালে জড়ান ব্রাজিলের ফিরমিনো।

৮৪তম মিনিটে পেনাল্টি থেকে লিভারপুলের জয়সূচক গোলটি করেন ইংল্যান্ডের মিডফিল্ডার জেমস মিলনার। সোয়ানসির স্প্যানিশ ডিফেন্ডার আনহেল রানহেল ডি-বক্সে ফিরমিনোকে ধাক্কা দিলে স্পট কিকের বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

এই জয়ে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার। সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ৭ ম্যাচ খেলা এভারটন।