ভুটান ম্যাচের প্রাথমিক দলে অবসর ভেঙে ফেরা মামুনুল

আন্তর্জাতিক ফুটবল থেকে নেওয়া অবসর ভেঙে ফিরলেন মামুনুল ইসলাম। সাবেক অধিনায়ককে নিয়ে ভুটানের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফের ফিরতি লেগের জন্য প্রাথমিক দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2016, 02:10 PM
Updated : 29 Sept 2016, 03:23 PM

আগামী ১০ অক্টোবর থিম্পুতে হতে যাওয়া এই ম্যাচের জন্য বৃহস্পতিবার ৩৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাফুফে। 
 
দলে ফিরেছেন ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলিও। আরও আছেন দুই নতুন মুখ আবাহনী লিমিটেডের সাদ উদ্দিন ও  শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সারোয়ার জাহান নিপু।
 
গত ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলের প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।
 
৩৩ জনের প্রাথমিক দল:

শহিদুল আলম সোহেল, তপু বর্মন, মামুন মিয়া, আতিকুর রহমান ফাহাদ, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, ইমন মাহামুদ, জুয়েল রানা, সাদ উদ্দিন, আশরাফুল ইসলাম রানা, রায়হান হাসান, ইয়ামিন মুন্না, রেজাউল করিম, মামুনুল ইসলাম, সোহেল রানা, রুবেল মিয়া, মোহাম্মদ ইব্রাহিম, মাকসুদুর রহমান, এনামুল হক শরীফ, ইয়াসিন খান, এনামুল হক, সারোয়ার জামান নিপু, আতিকুর রহমান মিশু, জাহিদ হাসান এমিলি, শাখাওয়াত হোসেন রনি, মনসুর আমিন, মোহাম্মদ আবদুল্লাহ, জাফর ইকবাল, সোহেল মিয়া, মেহেবুব হাসান নয়ন, দিদারুল আলম, মোহাম্মদ নেহাল, মাসুক মিয়া জনি ও মোহাম্মদ সোহেল রানা।