‘বার্সার নিখুঁত ফিনিশিংই পার্থক্য গড়ে দিয়েছে’

বার্সেলোনার কাছে হেরে গেলেও শিষ্যদের খেলায় খুশি আন্ড্রে শুবার্ট। কাতালান ক্লাবটির খেলোয়াড়দের নিখুঁত ফিনিশিংই ম্যাচটিতে পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন বরুসিয়া মনশেনগ্লাডবাখের এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2016, 10:41 AM
Updated : 29 Sept 2016, 10:42 AM

নিজেদের মাঠে গত বুধবার প্রথমার্ধে এগিয়ে গেলেও চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচটি ২-১ ব্যবধানে হারে মনশেনগ্লাডবাখ।

ম্যাচ শেষে শুবার্ট বলেন, “আমরা অসাধারণ ফুটবল খেলেছি এবং ভালো কিছু আক্রমণ করেছি। কিন্তু বার্সেলোনা তাদের সুযোগগুলো কাজে লাগিয়েছে এবং তাদের মতো দলের সঙ্গে আমাদের পার্থক্য এটাই।”

মনশেনগ্লাডবাখের ডিফেন্ডার ইউলিয়ান কর্বও দলের খেলায় সন্তুষ্ট।

“৯০ মিনিটের বেশিরভাগ সময়ই আমরা ভালো খেলেছি, কিন্তু বার্সেলোনার মতো একটি দলের বিপক্ষে এটা যথেষ্ট নয়।”