৬ গোলের রোমাঞ্চে সিটিকে রুখে দিল সেল্টিক

ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রথম মুখোমুখি হওয়া সেল্টিক ও ম্যানচেস্টার সিটির মধ্যে কেউ জেতেনি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের ৬ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ গোলের সমতায়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2016, 09:48 PM
Updated : 29 Sept 2016, 05:54 AM

বুধবার রাতে নিজেদের মাঠ সেল্টিক পার্কে তৃতীয় মিনিটেই মুসা দেম্বেলের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

একাদশ মিনিটে সমতায় ফেরে সিটি। আলেক্সান্দার কোলারভের শট ডি-বক্সের মধ্যে পেয়ে যান সুবিধাজনক জায়গায় থাকা ফের্নান্দিনিয়ো। ব্রাজিলের এই মিডফিল্ডার বল নিয়ন্ত্রণে নিয়ে সহজে গোলরক্ষককে পরাস্ত করেন।

২০তম মিনিটে রাহিম স্টারলিংয়ের আত্মঘাতী গোলে সেল্টিক আবার এগিয়ে যায়।

দাভিদ সিলভার রক্ষণচেরা পাস বল নিয়ন্ত্রণে নিয়ে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করে আট মিনিট পর স্টারলিংই সিটিকে ২-২ সমতায় ফেরান।

দ্বিতীয়ার্ধের ‍শুরুতে দেম্বেলে ফের এগিয়ে নেন বার্সেলোনার কাছে ৭ গোল খেয়ে গ্রুপ পর্ব শুরু করা সেল্টিককে।

৫৫তম মিনিটে নলিতো স্কোরলাইন ৩-৩ করেন। সের্হিও আগুয়েরোর শট ফেরালেও বল পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি গোলরক্ষক; ফিরতি শটে লক্ষ্যভেদ করেন স্পেনের এই ফরোয়ার্ড।

‘সি’ গ্রুপের অপর ম্যাচে পিছিয়ে পড়েও বরুসিয়া মনশেনগ্লাডবাখকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পেপ গুয়ার্দিওলার সিটি।

ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর এই প্রথম জয়ের দেখা পেলেন না স্প্যানিশ কোচ গুয়ার্দিওলা।