ড্র মেনে নিতে কষ্ট হচ্ছে রিয়ালের

বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র নিয়ে মাঠ ছাড়তে হওয়ার হতাশা লুকাতে পারেননি জিনেদিন জিদান। এই ফল মেনে নিতে কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2016, 10:31 AM
Updated : 28 Sept 2016, 10:33 AM

প্রতিপক্ষের মাঠে গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচটি ২-২ গোলে ড্র করে প্রতিযোগিতার সফলতম দল রিয়াল।

ক্রিস্তিয়ানো রোনালদো আর রাফায়েল ভারানের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা রিয়ালের বিপক্ষে আন্ড্রে শুরলের ৮৭তম মিনিটের গোলে সমতায় ফেরে ডর্টমুন্ড।

ম্যাচ শেষে জিদান বলেন, “খেলোয়াড়রা অসাধারণ একটি ম্যাচ খেলেছে। এই ফল মেনে নেওয়া কঠিন কারণ, আমাদের আরও ভালো কিছু প্রাপ্য ছিল।”

“শেষ হওয়ার তিন মিনিট আগে গোল খাওয়াটা কষ্টের, বিশেষ করে খেলোয়াড়দের এত প্রচেষ্টার পর। তবে এটা খারাপ ফল নয়।”

শিষ্যদের খেলায় সন্তুষ্ট হওয়ার কথাও জানান জিদান।

“আমি মনে করি, প্রথমার্ধে আমরা কিছুটা ভুগেছি কারণ তারা অনেক চাপ দিয়েছে। আমরা জানতাম, ভালো একটি দলের বিপক্ষে মুখোমুখি হওয়ার জন্য এটা কঠিন এক জায়গা। কিন্তু আমরা যেমন খেলেছি তাতে আমি গর্বিত। সব দিক থেকেই এটা নিখুঁত ছিল কিন্তু দু:খজনক হচ্ছে এই নিয়ে আমরা টানা তিনটি ম্যাচ ড্র করেছি।”