দারুণ জয়ে আবাহনীর ওপরে রহমতগঞ্জ

শুরুতে পিছিয়ে পড়লেও দারুণ রোমাঞ্চ ছড়ানো ম্যাচে টিম বিজেএমসিকে ৩-২ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। এ জয়ে ঢাকা আবাহনীকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2016, 04:12 PM
Updated : 27 Sept 2016, 04:13 PM

সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচের চতুর্দশ মিনিটে রহমতগঞ্জকে চমকে দেয় বিজেএমসি; স্যামসন ইলিয়াসুর গোলে এগিয়ে যায় দলটি। তবে চার মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচে ফেলে রহমতগঞ্জ। ২১তম মিনিটে সোহেল মিয়া দলকে সমতায় ফেরানোর পর ২৫তম মিনিটে জাত্তা মুস্তাফার কর্নারে সোহেলের ব্যক হিল থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যভেদ করেন দাউদা সিসে।

২৭তম মিনিটে ইলিয়াসুর গোলে ২-২ সমতায় ফেরে বিজেএমসি। সোহেল রানার ক্রসে নিখুঁত হেডে গোলরক্ষককে পরাস্ত করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।

সতীর্থের বাড়ানো বলে গতিময় ভলিতে লক্ষ্যভেদ করে ৫৭তম মিনিটে রহমতগঞ্জকে আবারও এগিয়ে নেন আলাউদ্দিন। শেষ পর্যন্ত ৩ পয়েন্ট নিয়ে অজেয় থেকেই মাঠ ছাড়ে কামাল বাবুর দল।

লিগে এটি রহমতগঞ্জের চতুর্থ জয়। আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। পয়েন্ট ও গোল পার্থক্যে রহমতগঞ্জের সমান হলেও গোল দেওয়ার হিসেবে পিছিয়ে থাকা আবাহনী লিমিটেড তৃতীয়।

মঙ্গলবার প্রথম ম্যাচে জাহিদ হোসেনের একমাত্র গোলে ফেনী সকারকে হারানো চট্টগ্রাম আবাহনী ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।

শীর্ষে থাকা শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের পয়েন্ট ১৮।