'রোনালদোর ভালোর জন্যই তাকে বদলি করেছি'

লাস পালমাসের বিপক্ষে ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোকে মাঠ থেকে তুলে নেওয়ার জিনেদিন জিদানের সিদ্ধান্তে দুজনের মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে বলে স্পেনের সংবাদমাধ্যমে খবর এসেছে। তবে রিয়াল মাদ্রিদ কোচ জানিয়েছেন, তারকা এই ফরোয়ার্ডের ভালোর জন্যই তিনি এটা করেছেন এবং তাদের দুজনেরই লক্ষ্য দলকে সাফল্য এনে দেওয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2016, 11:20 AM
Updated : 27 Sept 2016, 11:23 AM

গত শনিবার পালমাসের মাঠে এগিয়ে থাকা অবস্থায় রোনালদোকে মাঠ থেকে তুলে নিয়েছিলেন জিদান। পরে ম্যাচটি ২-২ গোলে ড্র করে রিয়াল। বদলি করার সিদ্ধান্তে অসন্তুষ্টির ছাপ রোনালদোর চোখে-মুখে স্পষ্ট হয়ে উঠেছিল।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে খেলবে রিয়াল।

আগের দিনের সংবাদ সম্মেলনে জিদান বলেন, "কখনও কখনও রাগ হওয়া স্বাভাবিক, তুলে নিলে সব খেলোয়াড়ই অসন্তুষ্ট হয়। আমি খেলোয়াড়টির ভালোর জন্যই সিদ্ধন্তটি নিয়েছি।"

"দলের বাকি সদস্যদের সঙ্গে আমরা এ নিয়ে কথা বলেছি এবং আপনাকে এর সঙ্গে মানিয়ে নিতে হবে। আমি বোকা নই আর সে বুদ্ধিমান, এখানে আমাদের লক্ষ্য একই।"