রিয়াল-বার্সার পেছনেই আতলেতিকো

তিন দিন আগে বার্সেলোনার মাঠ থেকে মূল্যবান এক পয়েন্ট নিয়ে ফেরা আতলেতিকো মাদ্রিদ নিজেদের মাঠে হোঁচট খেতে বসেছিল। তবে শেষ পর্যন্ত কষ্টে হলেও দেপোর্তিভো লা করুনাকে হারিয়েছে দিয়েগো সিমেওনের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2016, 11:09 AM
Updated : 27 Sept 2016, 11:40 AM

রোববার বিকালে আতলেতিকোর একমাত্র গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে মাদ্রিদের ক্লাবটি।

তাদের নগর প্রতিবেশী রিয়াল মাদ্রিদ ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ১৩।

ভিসেন্তে কালদেরনে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন দেপোর্তিভোর মরোক্কান মিডফিল্ডার ফায়সাল ফজর। ১০ জনের প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে ৭০তম মিনিটে গোল পায় আতলেতিকো। কেভিন গামেইরোর ক্রস থেকে লক্ষ্যভেদ করেন গ্রিজমান।

চলতি মৌসুমে এটি গ্রিজমানের পঞ্চম গোল। মৌসুমে শুরুর ব্যর্থতা কাটিয়ে ছন্দে ফেরা আতলেতিকো এই জয়ে আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে।

আতলেতিকোর সমান ১২ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল চতুর্থ ও আথলেতিক বিলবাও পঞ্চম স্থানে আছে।