চেলসিকে সহজেই হারাল আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্যর্থতার গণ্ডি থেকে বের হতে পারেনি চেলসি; টানা দ্বিতীয় ম্যাচেও হার। মৌসুমের দুর্দান্ত শুরুর পর ছন্দ হারানো আন্তোনিও কোন্তের দলকে হারিয়ে দিয়েছে প্রথম দুই ম্যাচে জয়শূন্য থাকার পর নিজেদের খুঁজে পাওয়া আর্সেনাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2016, 06:36 PM
Updated : 24 Sept 2016, 06:37 PM

শনিবার সন্ধ্যায় ঘরের মাঠে ৩-০ গোলে জেতে আর্সেনাল। লিগে আর্সেন ভেঙ্গারের দলের এটা টানা চতুর্থ জয়।

প্রথম তিন ম্যাচে টানা জেতার পর সোয়ানসি সিটির মাঠে ড্র করা চেলসি পঞ্চম রাউন্ডে লিভারপুলের কাছে ঘরের মাঠে ২-১ গোলে হারে।

এমিরেটস স্টেডিয়ামে একাদশ মিনিটে স্বাগতিকদের প্রথম গোলটির পুরো দায় ইংলিশ ডিফেন্ডার গ্যারি ক্যাহিলের। মাঝ মাঠের কাছ থেকে তার দুর্বল ব্যাকপাস দ্রুত ছুটে মাঝপথে ধরে ফেলেন আলেক্সিস সানচেস। বল পায়ে আরও ক্ষিপ্র গতিতে ডি বক্সে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন চিলির এই স্ট্রাইকার।

তিন মিনিট পর ডান দিক থেকে স্পেনের ডিফেন্ডার এক্তর বেইয়েরিনের পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ ফরোয়ার্ড থিও ওয়ালকট।

৪০তম মিনিটে সানচেস-মেসুজ ওজিলের দারুণ বোঝাপড়ায় ব্যবধান আরও বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিকরা। পাল্টা আক্রমণে সানচেসের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে ছয় গজ বক্সের বাঁ দিক থেকে লক্ষ্যভেদ করেন জার্মান মিডফিল্ডার ওজিল।

৮৬তম মিনিটে ম্যাচে প্রথম সুযোগ পায় চেলসি। তবে এগিয়ে আসা গোলরক্ষক পেতর চেককে ফাঁকি দিতে পারেননি বেলজিয়ামের ফরোয়ার্ড মিচি বাটসুয়াই।

এই জয়ে ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল।

আগের ম্যাচে সোয়ানসি সিটির মাঠে ৩-১ গোলে জিতেছে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি। ছয় ম্যাচের সবকটিতে জেতা পেপ গুয়ার্দিওলার দলের পয়েন্ট ১৮।

১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার।

হাল সিটিকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়া লিভারপুলের পয়েন্ট ১৩, চতুর্থ স্থানে তারা। এভারটনের পয়েন্টও সমান, তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা।   

দিনের প্রথম ম্যাচে লেস্টার সিটিকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে। ১০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে চেলসি।