‘মেসিকে বেশি ব্যবহার করেছে বার্সেলোনা’

লিওনেল মেসির চোট বিতর্কে আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউসার অভিযোগের সঙ্গে সুর মিলিয়েছেন সেভিয়ার কোচ হোর্হে সামপাওলি। আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডকে বার্সেলোনা বেশি ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন তার স্বদেশি এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2016, 01:52 PM
Updated : 24 Sept 2016, 01:53 PM

জাতীয় দলে খেলার ধকল সয়ে উঠতে মেসিকে কাতালান ক্লাবটি যথেষ্ট সময় দেয়নি বলেও অভিযোগ করেছেন সামপাওলি।

গত বুধবার রাতে কাম্প নউয়ে লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে চোট নিয়ে মাঠ ছাড়েন মেসি। ম্যাচ শেষে ক্লাবের ওয়েবসাইটে মেসির কুঁচকির মাংসপেশি ছিড়ে যাওয়ার খবর দেয় বার্সেলোনা। চোটের কারণে আগামী তিন ম্যাচ খেলতে পারবেন না পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। আগামী মাসে পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচে আর্জেন্টিনার হয়ে মেসির খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

চিলির সাবেক কোচ সামপাওলি বলেন, “আমি মনে করি, খেলোয়াড়দের সঙ্গে অন্যায় করা হচ্ছে। মেসির মতো খেলোয়াড় বা যারা দক্ষিণ আমেরিকায় খেলতে যাচ্ছে আর এর পর দুই দিনের মধ্যে খেলছে -সেরা খেলোয়াড়দের সঙ্গে এটা অন্যায়।”

“বিষয়টি আমাদের লক্ষ্য রাখা উচিত, যাতে আমরা তাদের রক্ষা করতে পারি।”

মেসি চোটে পড়ার পর বার্সেলোনার সমালোচনা করেছিলেন বাউসা। আর্জেন্টিনা কোচের অভিযোগ, মেসিকে চোট থেকে রক্ষা করার জন্য কাতালান ক্লাবটি পর্যাপ্ত চেষ্টা করছে না। মেসির সমস্যা থাকলেও তাকে তারা প্রত্যেকটি ম্যাচ খেলাচ্ছে।