আশরাফুলের হ্যাটট্রিকে ভারতকে হারাল বাংলাদেশের যুবারা

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে শুভসূচনা পেয়েছে বাংলাদেশ। আশরাফুল ইসলামের হ্যাটট্রিকে রোমাঞ্চকর লড়াইয়ে ভারতকে ৫-৪ গোলে হারিয়েছে যুবারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2016, 11:22 AM
Updated : 24 Sept 2016, 01:15 PM

১৬, ২৭ ও ৩৮তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করা আশরাফুল ৬২তম মিনিটে আরও একবার লক্ষ্যভেদ করেন। বাংলাদেশের অপর গোলদাতা ফজলে রাব্বী।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শনিবার বিকেলে ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। কিন্তু আরশাদ হোসেনের হিট আটকে দেন প্রতিপক্ষের এক খেলোয়াড়।

ষোড়শ মিনিটে দ্বিতীয় পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। ফজলে রাব্বীর পুশ নাইম উদ্দিন স্টপ করার পর আশরাফুলের হিট ঠিকানা খুঁজে পায়।

২০তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ধারমিন্দর সিংয়ের গোলে সমতায় ফেরে ভারত। আরশাদ সার্কেলের মধ্যে ধারমিন্দরকে ফেলে দিলে পেনাল্টি স্ট্রোকের সিদ্ধান্ত দেন রেফারি। পাঁচ মিনিট পর কনজেংবাম সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত।

২৭তম মিনিটে প্রথম আম্পায়ার পেনাল্টি স্ট্রোকের সিদ্ধান্ত দিলেও পরে দুই আম্পায়ারের আলোচনায় পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। রাজুর পুশ নাইম স্টপ করার পর আশরাফুলের জোড়াল হিট জালে জড়ালে সমতায় ফেরার উচ্ছ্বাসে মাতে বাংলাদেশ।

পাঁচ মিনিট পর টানা দুটি পেনাল্টি কর্নার বাংলাদেশ কাজে লাগাতে পারেনি ভারত গোলরক্ষক পঙ্কজ কুমারের দৃঢ়তায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। ৩৮তম মিনিটে ফজলে রাব্বীর পুশ আশরাফুল স্টপ করে দেখেশুনে নিখুঁত হিটে স্কোরলাইন ৩-২ করে দেন।

দশ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়িতে নিতে পারত বাংলাদেশ। কিন্তু রাব্বীর পুশ নাইম স্টপ করার পর আশরাফুলের হিট বাইরে দিয়ে বেরিয়ে যায়। একটু পরই হারদিক সিং রিভার্স হিটে লক্ষ্যভেদ করলে সমতায় ফেরে ভারত।

দারুণ উত্তেজনা ছড়ানো ম্যাচে ৫০তম মিনিটে রাব্বীর গোলে ফের এগিয়ে যায় বাংলাদেশ। রুম্মনের বাড়ানো বলে রাব্বী স্টিক ছুঁইয়ে পঙ্কজকে পরাস্ত করেন। দুই মিনিট পর দিলপ্রিত সিং কোনাকুনি রিভার্স হিটে ভারতকে ৪-৪ সমতায় ফেরান।

৬২তম মিনিটে আশরাফুলের গোলে ফের এগিয়ে যায় বাংলাদেশ। রাব্বীর পুশ নাইম স্টপ করার পর দারুণ হিটে লক্ষ্যভেদ করেন জাতীয় দলের এই খেলোয়াড়। শেষ পর্যন্ত ৫-৪ স্কোরলাইন ধরে রেখে জয়ের উৎসবে মাতে রাব্বী-আশরাফুলরা।

পুল ‘এ’তে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের মুখোমুখি হবে আগামী ২৭ সেপ্টেম্বর।

শনিবার পুল ‘বি’ এর দুই ম্যাচে পাকিস্তান ৬-১ ব্যবধানে চাইনিজ তাইপেকে ও চীন ৬-০ গোলে হংকংকে হারায়।

এমন জয়ের দিনে ঘটেছে অপ্রত্যাশিত অনেক ঘটনা। বাংলাদেশ-ভারত ম্যাচ মাঠে গড়ানোর কথা বেলা তিনটায়। অগোছালো উদ্বোধনী অনুষ্ঠানের কারণে তা শুরুই হলো ৪৫ মিনিট পর।

সবচেয়ে বাজে কাণ্ডটাও হলো উদ্বোধনী অনুষ্ঠানে। বাকি ছয় দলের পতাকা ঠিকঠাক উড়লেও বাংলাদেশের পতাকা কিছুক্ষণ ওড়ার পর তা পড়ে গেলো টার্ফে। বেশ কিছুক্ষণ পর তা কুড়িয়ে এনে আবার ওড়ানো হয়।