মেসির অনপুস্থিতিতে সতীর্থদের বাড়তি পরিশ্রমের তাগিদ ইনিয়েস্তোর

লিওনেল মেসির অভাব পূরণে বার্সেলোনার বাকি খেলোয়াড়দের আরেকটু বেশি পরিশ্রম করতে হবে বলে মনে করেন দলটির অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2016, 10:13 AM
Updated : 23 Sept 2016, 10:15 AM

নিজেদের মাঠ কাম্প নউতে গত বুধবার লা লিগায় আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করা ম্যাচের ৫৯তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন মেসি।

ম্যাচ শেষে মেসির কুঁচকির মাংসপেশি ছিড়ে যাওয়ার খবর দেয় বার্সেলোনা। আগামী মাসের আন্তর্জাতিক বিরতির আগে হতে যাওয়া বার্সেলোনার তিনটি ম্যাচে খেলতে পারবেন না পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

মেসিকে ছাড়া বার্সেলোনা প্রথম মাঠে নামবে আগামী শনিবার। স্পোর্তিং গিহনের মাঠে লা লিগার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায়। 

এই ম্যাচের আগের দিন স্পেনের রেডিও কাদেনা কোপেকে কাতালান ক্লাবটির মিডফিল্ডার ইনিয়েস্তা বলেন, “কোনো সন্দেহ নেই যে মেসিকে নিয়ে আমরা আরও শক্তিশালী। যখন এই ধরনের ঘটনা ঘটে, আমাদের সবাইকে আরেকটু বেশি পরিশ্রম করতে হবে।”

“আতলেতিকোর বিপক্ষে আমরা ২ পয়েন্ট হারিয়েছি এবং আমাদের নিশ্চিত করতে হবে আমরা আর পয়েন্ট খোয়াবো না।”

গত মৌসুমে চোট নিয়ে দুই মাসের জন্য মাঠের বাইরে ছিলেন মেসি। সেই সময়ে খেলা ১০ ম্যাচের ৮টিতে জিতেছিল কাতালান ক্লাবটি।

লা লিগায় ৫ রাউন্ড শেষে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা সেভিযার পয়েন্ট ১১।