রোনালদোর গোল না পাওয়ায় উদ্বিগ্ন নন জিদান

ভিয়ারিয়ালের বিপক্ষে ক্রিস্তিয়ানো রোনালদো গোল পাননি বলে মোটেই উদ্বিগ্ন নন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2016, 01:45 PM
Updated : 22 Sept 2016, 03:45 PM

নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র করে রিয়াল। প্রথমার্ধে পিছিয়ে পড়া জিদানের দল দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে সের্হিও রামোসের গোলে।

ফ্রান্সের বিপক্ষে ২০১৬ ইউরোর ফাইনালে চোট পাওয়া পর্তুগালের তারকা রোনালদো চলতি মৌসুমের শুরুর দিকে রিয়ালের হয়ে মাঠ নামতে পারেননি।

লিগে ওসাসুনার বিপক্ষে রিয়ালের ৫-২ গোলে জেতা ম্যাচ দিয়ে মাঠে ফেরেন তিনি। সেই ম্যাচে গোল করার পর চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্তিংয়ের বিপক্ষেও গোল পান রোনালদো।

ভিয়ারিয়াল ম্যাচ শেষে ৩১ বছর বয়সী রোনালদোকে নিয়ে জিদান বলেন, “ক্রিস্তিয়ানোর (পারফরম্যান্স) বিবেচনায় ভিয়ারিয়ালের বিপক্ষে সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এক খেলোয়াড় ছিল, যেমনটা সে সব সময়ই থাকে।”

“সে গোল না করলে আমি চিন্তিত হই না। তার মাঠে থাকাটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সে মাঠে না থাকলে আমি উদ্বিগ্ন হই। তার ফর্ম ফিরে পাওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সে সব সময় আপনাকে গোল এনে দেবে। স্কোরশিটে নিজের নাম লেখাতে সে সব সময়ই উন্মুখ থাকে।”