ঘরের মাঠে পয়েন্ট হারিয়ে হতাশ বার্সা

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে পয়েন্ট হারানোয় হতাশ বার্সেলোনার খেলোয়াড়রা। এই ড্রকে দু:খজনক বলে উল্লেখ করেছেন কাতালান ক্লাবটির অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2016, 07:21 AM
Updated : 22 Sept 2016, 07:21 AM

এগিয়ে গিয়েও কাম্প নউতে গত বুধবার লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র করে বার্সেলোনা।

ম্যাচ শেষে বার্সেলোনার মিডফিল্ডার ইনিয়েস্তা বলেন, “ঘরের মাঠে পয়েন্ট হাতছাড়া হতে দেওয়াটা দু:খজনক।”

অধিনায়কের সঙ্গে কণ্ঠ মেলান ফরোয়ার্ড লুইস সুয়ারেস।

“মাঠ ছাড়ার সময় আমাদের মনে হয়েছে, ম্যাচটি আমরা জিততেও পারতাম। আতলেতিকোর ডিফেন্ডারদের সঙ্গে লড়াই করা সব সময়ই কঠিন।”

“মেসিকে হারানোটা বাজে ছিল কারণ, সে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ঘরের মাঠে ড্র করাটাও বাজে ছিল। আমরা পঞ্চম সপ্তাহে আছি এবং মৌসুমটা লম্বা। যাই হোক, শীর্ষে থাকা দলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাতে পারলে দারুণ হতো।”

মিডফিল্ডার সের্হি রবের্তো মনে করেন, চোট নিয়ে ম্যাচ থেকে লিওনেল মেসির ছিটকে পড়াই পার্থক্য গড়ে দিয়েছে।

“আতলেতিকো কঠিন এক প্রতিপক্ষ…। ড্র করাটা হতাশার ছিল।”

“আপনার সবেচেয় গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে যখন চলে যেতে হবে, তখন এটা প্রভাব ফেলবে।”

ম্যাচের ৫৯তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। এ সময় ইভান রাকিতিচের একমাত্র গোলে এগিয়ে ছিল বার্সেলোনা। আর্জেন্টাইন তারকার বেরিয়ে যাওয়ার দুই মিনিট পরেই গোল খেয়ে বসে দলটি।

৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। ৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে আতলেতিকো। বুধবার ঘরের মাঠে ভিয়ারিয়ালের সঙ্গে ড্র করা রিয়াল ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া।