ফেনী-রহমতগঞ্জ ড্র

প্রিমিয়ার লিগে ফেনী সকার-রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2016, 12:06 PM
Updated : 21 Sept 2016, 12:07 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ম্যাচে ২৬তম মিনিটে সিও জুনাপিওর বাড়ানো বল ফ্লিক করে রহমতগঞ্জকে এগিয়ে নেন মেহবুব হাসান নয়ন।

৬৩তম মিনিটে ফেনী সকারের সমতায় ফেরার সুযোগ ব্যর্থ করে দেন এলিটা বেঞ্জামিন। উচে ফেলিক্সের কাট ব্যাকে শাহরান হাওলাদারের সাইড ভলি গোলমুখ থেকে ফেরান নাইজেরিয়ার এই ডিফেন্ডার।

৭৩তম মিনিটে ফেনীর মোহাম্মদ হেলাল সুযোগ নষ্ট করার পর ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরে দলটি। মোহাম্মদ সোহেল বক্সের মধ্যে মোহাম্মদ হেলালকে ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন চৌমরিন রাখাইন।

এ পেনাল্টি নিয়ে উত্তেজনা তৈরি হয়। সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানিয়ে রেফারির সঙ্গে বাজে আচরণ করেন সিও জুনাপিও। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কঙ্গোর এই ফরোয়ার্ডকে।

সাত ম্যাচে তিন জয় ও চার ড্রয়ে ১৩ পয়েন্ট রহমতগঞ্জের। সমান ম্যাচে ফেনী সকারের পয়েন্ট ৯।