রেফারি ও ভাগ্যকে দুষলেন মরিনিয়ো

ওয়াটফোর্ডের কাছে হারের কারণ হিসেবে রেফারির ভুলের দিকে আঙুল তুললেন জোসে মরিনিয়ো। ভাগ্য সহায় ছিল না বলেও মনে করেন তিনি। সেই সঙ্গে দলের পারফরম্যান্স আরও ভালো হতে পারতো বলেও স্বীকার করলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2016, 04:14 PM
Updated : 18 Sept 2016, 04:14 PM

রোববার দুপুরে প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের মাঠে ৩-১ গোলে হারে ইউনাইটেড।

ম্যাচের ৩৪তম মিনিটে ওয়াটফোর্ডের প্রথম গোলের আগ মুহুর্তে অঁতনি মার্সিয়ালের চ্যালেঞ্জের শিকার হওয়ার বিষয়টি রেফারির চোখ এড়িয়ে যায় বলে উল্লেখ করেন মরিনিয়ো।

মরিনিয়োর মতে, মার্সিয়ালকে করা উরুগুয়ের ডিফেন্ডার মিগেল ব্রিতোসের চ্যালেঞ্জে ফাউল না দেওয়াটা ছিল ‘হাস্যকর’।

ম্যাচ শেষে মরিনিয়ো বলেন, “রেফারি ও লাইন্সম্যানের ভুল আমার নিয়ন্ত্রণে নয়। এর উন্নতিতে আমি কিছু করতে পারি না।”

“আমরা রেফারিকে নিয়ন্ত্রণ করতে পারি না, আমরা সৌভাগ্যের মুহূর্তগুলো নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা শুধু ব্যক্তিগত আর দলগত ভুলগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি।”

টানা তিন ম্যাচ জিতে দারুণভাবে মৌসুম শুরু করা ইউনাইটেডের এটা লিগে টানা দ্বিতীয় হার। আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তৃতীয় হার।

তুলনামূলক দুর্বল দল ওয়াটফোর্ডের কাছে এই হারের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মরিনিয়ো বলেন, “অবশ্যই, আমার মন খারাপ।”