বার্সা ম্যাচের জন্য প্রস্তুত আতলেতিকো

বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে আতলেতিকো মাদ্রিদ ভালো অবস্থায় আছে বলে মনে করেন ক্লাবটির মিডফিল্ডার কোকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2016, 12:51 PM
Updated : 18 Sept 2016, 01:30 PM

বার্সেলোনার মাঠ কাম্প নউতে আগামী বুধবার লা লিগার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

এ ম্যাচের আগে আতলেতিকো আত্মবিশ্বাস সঞ্চয় করে নিয়েছে গত শনিবার নিজেদের মাঠ ভিসেন্তে কালদেরনে স্পোর্তিং গিহনের বিপক্ষে ৫-০ গোলের জয়ে।

৪ ম্যাচে ৯ পয়েন্ট বার্সেলোনার; আতলেতিকোর পয়েন্ট ৮।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১০ গোল করে আতলেতিকো, বিপরীতে একটিও গোল খায়নি তারা।

ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয়ের কথা জানান আতলেতিকোর স্প্যানিশ মিডফিল্ডার কোকে।

“এটা অবশ্যই চালিয়ে যেতে হবে-আমরা এখনও কিছুই করিনি, কেবল শুরু করেছি আর এখন বার্সেলোনার বিপক্ষে খেলব।”

“৩ পয়েন্ট নিয়ে ফেরার জন্য আমাদের বিশ্বের সমস্ত ঐকান্তিকতা থাকতে হবে। বিশ্বের সেরা দলের বিপক্ষে এটা খুব কঠিন একটি ম্যাচ, কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বিতা করার আর জেতার ইচ্ছা আছে।”

স্পেনের ক্রীড়া দৈনিক মার্কাকে কোকে বলেন, “তিনটি জয় নিয়ে খুব ভালো একটি সপ্তাহ কেটেছে আমাদের। প্রত্যেক ম্যাচে আমাদের গতি বাড়ছে এবং আমরা শারীরিকভাবে খুব ভালোভাবে প্রস্তুত।”