গুয়ার্দিওলার কাছে মেসির পরেই ডি ব্রুইন

বোর্নমাউথের বিপক্ষে কেভিন ডি ব্রুইনের খেলায় মুগ্ধ ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। নিজের ক্যারিয়ারে যত খেলোয়াড়কে কোচিং করিয়েছেন তাদের মধ্যে লিওনেল মেসির পরই বেলজিয়ামের এই মিডফিল্ডারকে রাখছেন বার্সেলোনার এই সাবেক কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2016, 08:04 AM
Updated : 18 Sept 2016, 08:04 AM

ইংলিশ প্রিমিয়ার লিগে গত শনিবার নিজেদের মাঠে বোর্নমাউথকে ৪-০ গোলে হারায় সিটি। দলকে জেতাতে একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে সহায়তা করেন ডি ব্রুইন।

সিটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৪৮ ম্যাচ খেলে ১৮টি গোল করার পাশাপাশি ১৬টি গোলে সহায়তা করেন ডি ব্রুইন।

ডি ব্রুইনের খেলায় মুগ্ধ গুয়ার্দিওলা বলেন, “মেসি আলাদা একটি টেবিলে আছে। সেখানে আর কারও বসার অনুমতি নেই। তবে পাশের টেবিলে কেভিন বসতে পারে।”

ডি ব্রুইন গুয়ার্দিওলার অধীনে এখন পর্যন্ত মাত্র সাতটি ম্যাচ খেলেছেন। তবে এর মধ্যেই তিনি সিটির নতুন কোচকে নিজের প্রতিভায় মুগ্ধ করতে পেরেছেন।

“কেভিন অসাধারণ এক খেলোয়াড়। … প্রত্যেকবারই সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়।”