শক্তিশালী ব্রাজিল দলে ফিরলেন চিয়াগো সিলভা

দুঙ্গার কাছে উপেক্ষিত থাকা চিয়াগো সিলভাকে দলে ফিরিয়েছেন ব্রাজিলের নতুন কোচ তিতে। বলিভিয়া ও ভেনেজুয়েলার বিপক্ষে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে বড় প্রায় সব তারকাই ডাক পেয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2016, 09:19 AM
Updated : 17 Sept 2016, 10:18 AM

২৪ জনের ব্রাজিল দলে নতুন মুখ কেবল ফ্লামেঙ্গোর গোলরক্ষক মুরালা।

দলে ফিরেছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফের্নান্দিনিয়ো, চেলসির অস্কার, বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার দগলাস কস্তা ও লিভারপুলের রবের্ত ফিরমিনো।

৩১ বছর বয়সী সিলভা ব্রাজিলের হয়ে খেলা ৫৯টি ম্যাচের শেষটি খেলেছিলেন ২০১৫ সালের কোপা আমেরিকার আসরে। এরপর থেকে সে সময়ের ব্রাজিল কোচ দুঙ্গার কাছে উপেক্ষিত ছিলেন নির্ভরযোগ্য এই ডিফেন্ডার।

গত জুলাইয়ে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পরই কোচ তিতে অবশ্য জানিয়েছিলেন পিএসজি ডিফেন্ডারকে দলে ফেরাবেন। অভিজ্ঞ সিলভাকে এখন জায়গা পেতে দলের আতলেতিকো মাদ্রিদের মিরান্দা অথবা পিএসজি সতীর্থ মারকুইনিয়োসের সঙ্গে লড়তে হবে।

বাছাইপর্বে সমান ১৫ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে আর্জেন্টিনাকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল।

১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে উরুগুয়ে। ১৩ পয়েন্ট নিয়ে কলম্বিয়া আছে চতুর্থ স্থানে।

দক্ষিণ আমেরিকা থেকে চারটি দল সরাসরি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে খেলবে। পঞ্চম দলটির বিশ্বকাপে সুযোগ পেতে ওশিয়ানিয়া অঞ্চলের সেরা দলের সঙ্গে প্লে-অফ খেলতে হবে।

বাংলাদেশ সময় আগামী ৭ অক্টোবর সকালে ব্রাজিলের উত্তরাঞ্চলের শহর নাতালে বলিভিয়ার মুখোমুখি হবে নেইমাররা। পাঁচ দিন পর ভেনেজুয়েলার মেরিদায় খেলতে যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন (রোমা), মুরালা (ফ্লামেঙ্গো), ওয়েভার্তন (আতলেতিকো পারানায়েনসে)।

ডিফেন্ডার: মিরান্দা (আতলেতিকো মাদ্রিদ), মারকুইনিয়োস (পিএসজি), চিয়াগো সিলভা (পিএসজি), জিল (শানদং লুয়েনং), দানিয়েল আলভেস (ইউভেন্তুস), ফাগনার (করিন্থিয়ান্স), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), ফেলিপে লুইস (আতলেতিকো মাদ্রিদ)।

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), রেনাতো আগুস্তো (বেইজিং গুয়ান), পাওলিনিয়ো (গুয়াঞ্জো এভারগ্রান্দে), অস্কার (চেলসি), উইলিয়ান (চেলসি), ফের্নান্দিনিয়ো (ম্যানচেস্টার সিটি), লুকাস লিমা (সান্তোস), জিলিয়ানো (জেনিত), ফিলিপে কৌতিনিয়ো (লিভারপুল)।

ফরোয়ার্ড: নেইমার (বার্সেলোনা), দগলাস কস্তা (বায়ার্ন মিউনিখ) ফিরমিনো (লিভারপুল), গাব্রিয়েল জেসুস (পালমেইরাস)।