ইউভেন্তুস-ইন্টার ম্যাচে আলো আর্জেন্টাইন তারকাদের উপর

সেরি আতে ইউভেন্তুস ও ইন্টার মিলানের ম্যাচটি মুখোমুখি করে দিচ্ছে আর্জেন্টিনার দুই তারকা ফরোয়ার্ডকে। গনসালো হিগুয়াইনকে পেছনে ফেলার একটা সুযোগ পাচ্ছেন মাউরো ইকার্দি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2016, 11:47 AM
Updated : 16 Sept 2016, 11:47 AM

ইন্টার মিলানের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামী রোববার রাত ১০টায়।

এ মৌসুমেই নাপোলি থেকে ইউভেন্তুসে নাম লেখান আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড হিগুয়াইন। গত মৌসুমে সেরি আতে রেকর্ড ৩৬ গোল করেছিলেন তিনি।

ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড ইকার্দির পারফরম্যান্সকেও খাটো করে দেখার উপায় নেই। দুই মৌসুম আগে ২২ গোল করে যৌথভাবে সেরি আর সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি। গত মৌসুমে ১৬ গোল করে ইন্টারের সর্বোচ্চ গোলদাতা ছিলেন ২৩ বছর বয়সী ইকার্দি।

তবে জাতীয় দলে উপেক্ষিতই হয়ে আসছেন ইকার্দি। আর্জেন্টিনার হয়ে মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছিলেন ২০১৩ সালে।

জাতীয় দলে উপেক্ষিত হওয়া নিয়ে খুব একটা আক্ষেপ অবশ্য নেই ইকার্দির।

“মানুষ জাতীয় দল নিয়ে অনেক বেশি কথা বলে। এগুলো কোচের সিদ্ধান্ত। গত মৌসুমে যা করার ছিল তাই করেছি আমি, যদিও আমি জানি, এর চেয়ে ভালো করতে পারতাম। এ মৌসুমে আরও ভালো করার আশা করি।”

চলতি মৌসুমে লিগে তিন ম্যাচ থেকে হিগুয়াইন ও ইকার্দির গোল তিনটি করে। টানা পাঁচবারের চ্যাম্পিয়ন ইউভেন্তুস ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৪ পয়েন্ট নিয়ে ইকার্দির ইন্টারের অবস্থান একাদশ স্থানে।