মেসির ভাইকে ‘অদ্ভুত’ শাস্তি

অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে অদ্ভুত এক শাস্তি পেয়েছেন লিওনেল মেসির বড় ভাই মাতিয়াস মেসি। রোসারিওর স্থানীয় একটি দলের কোচ হিসেবে এক বছর কাজ করতে হবে তাকে!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2016, 07:18 AM
Updated : 16 Sept 2016, 07:18 AM

গত বছর অবৈধভাগে আগ্নেয়াস্ত্র রাখার দায়ে অভিযুক্ত হন মাতিয়াস। অভিযোগ গুরুতর হলেও সমাজসেবামূলক কাজ করা ‘শাস্তি’ দিয়েছেন বিচারক। রায় অনুযায়ী ৩৪ বছর বয়সী মাতিয়াসকে সপ্তাহে চার ঘণ্টা রোসারিওর একটি দলকে কোচিং করাতে হবে।

শাস্তির অংশ হিসেবে এ সময়ে ড্রাগ ও অ্যালকোহলের অপব্যবহার থেকেও দূরে থাকতে হবে মাতিয়াসকে। ৮ হাজার পেসো জরিমানাও দিতে হবে। শাস্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত মেসির বড় ভাই ঠিকানাও বদল করতে পারবেন না।