উয়েফার নতুন সভাপতি চেফেরিন

ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন স্লোভেনিয়ার আলেকসান্দের চেফেরিন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2016, 11:42 AM
Updated : 15 Sept 2016, 10:55 AM

এথেন্সে উয়েফার কংগ্রেসে স্লোভেনিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান চেফেরিন ৪২টি ভোট পান, যেটা তার ডাচ প্রতিদ্বন্দ্বী মাইকেল ফন প্রাখের চেয়ে ২৯ ভোট বেশি।

গত বছর ফুটবলে সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ হওয়ার পর সভাপতির পদ থেকে সরে দাঁড়ানো মিশেল প্লাতিনির জায়গা নিলেন ৪৮ বছর বয়সী চেফেরিন।

প্লাতিনির সভাপতিত্বের মেয়াদ ছিল ২০১৯ সাল পর্যন্ত। চেফেরিন এই সময় পর্যন্ত সভাপতির দায়িত্বে থাকবেন।

উয়েফার সভাপতি হতে পেরে দারুণ খুশি চেফেরিন।

“এটা আমার কাছে অনেক কিছু। আমার ছোট আর সুন্দর স্লোভেনিয়া এর জন্য খুব গর্বিত। আমি আশা করি, এক সময় আপনারাও আমাকে নিয়ে গর্বিত হবেন।”