মেসি অনন্য: ইনিয়েস্তা

অসাধারণ এক হ্যাটট্রিক করে সেল্টিকের বিপক্ষে দলকে জেতানো লিওনেল মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন তার বার্সেলোনা সতীর্থরা। কাতালান ক্লাবটির অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার কাছে আর্জেন্টিনার তারকা এই ফরোয়ার্ড এক কথায় অনন্য।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2016, 07:44 AM
Updated : 14 Sept 2016, 07:44 AM

কাম্প নউতে গত মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ৭-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল।

এই ম্যাচে করা তিনটি গোল মেসিকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে-চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ৬টি হ্যাটট্রিকের রেকর্ড এখন তার। 

ম্যাচ শেষে ইনিয়েস্তা বলেন, "লিও মেসি অনন্য।"

এ মৌসুমেই বার্সেলোনাতে নাম লেখানো ফরাসি ডিফেন্ডার স্যামুয়েল উমতিতির কাছে মেসিই বিশ্ব সেরা।

"আমার কাছে মেসি বিশ্বের সেরা খেলোয়াড় এবং আজ এটা তিনি দেখিয়েছেন। যারা ফুটবল সম্পর্কে জানে তারা জানে তিনিই সেরা।"

চলতি মৌসুমে বার্সেলোনার আক্রমণভাগের তিন তারকা মেসি, লুইস সুয়ারেস ও নেইমার সেল্টিকের বিপক্ষে ম্যাচেই প্রথম এক সঙ্গে শুরুর একাদশে খেলেন। সেল্টিকের বিপক্ষে বিশাল জয়ে এটাকেই বড় করে দেখছেন সুয়ারেস।

"আজ আমরা এক সঙ্গে শুরু করার সুযোগ পেয়েছি এবং দলকে তিন পয়েন্ট পেতে সাহায্য করেছি। গত বছর আমরা অনেক গোল করেছি কিন্তু তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিরোপার দিকে যাওয়া।"

সুয়ারেসের সঙ্গে কণ্ঠ মেলান মিডফিল্ডার ইভান রাকিতিচ।

"আমরা সবাই (মেসি, সুয়ারেস ও নেইমার) ত্রয়ীর মান জানি। আমাদের যখনই প্রয়োজন হয় সব সময়ই তারা ঘুরে দাঁড়ায়।"