ইউভেন্তুস সেরা মানের দল: দিবালা

ইউরোপ সেরা হতে যে মানের প্রয়োজন ইউভেন্তুসের তা আছে বলে দাবি করেছেন ক্লাবটির তরুণ ফরোয়ার্ড পাওলো দিবালা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2016, 10:08 AM
Updated : 12 Sept 2016, 10:08 AM

গত মৌসুমে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে ছিটকে পড়ে সেরি আর চ্যাম্পিয়নরা। এবার আগেরবারের চেয়ে ভালো করার প্রত্যয় ক্লাবটির আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালার।

“চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য আমার তর সইছে না। আমি মনে করি, আমরা ইউরোপ সেরার মানের দল।”

“(গত মৌসুমে) আমাদের দারুণ একটি যাত্রা ছিল এবং গত বছর বায়ার্নকে ছিটকে ফেলার খুব কাছে চলে গিয়েছিলাম আমরা। তার পর আমরা দারুণ কিছু খেলোয়াড় দলে টেনেছি, তাই আমি মনে করি, আমরা অনেক দূর যেতে পারি।”

আগামী বুধবার সেভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করবে ইউভেন্তুস।

“গত বছর সেভিয়ার কাছে হেরে আমরা গ্রুপ পর্বে শীর্ষ স্থান হারিয়েছি। আমাদের এই হারের কথা ভুলে যেতে হবে আর মনে রাখতে হবে তুরিনে আমরা তাদের হারিয়েছিলাম।”

“আমাদের অসাধারণ কয়েকজন ফরোয়ার্ড আছে এবং আমরা তাদের (সেভিয়া) জন্য অনেক সমস্যা তৈরি করতে পারি।”