এবার লা লিগা জিতবে রিয়াল: রোনালদো

চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আর নগর প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদকে পেছনে ফেলে এ মৌসুমের লা লিগা শিরোপা রিয়াল মাদ্রিদ জিতবে বলে বিশ্বাস করেন ক্লাবটির সবচেয়ে বড় তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2016, 09:13 AM
Updated : 12 Sept 2016, 09:13 AM

চলতি মৌসুমে শুরুটা দারুণ হয়েছে সবশেষ ২০১১-১২ মৌসুমে লা লিগার শিরোপা জেতা রিয়ালের। প্রথম তিন ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে জিনেদিন জিদানের দল।

হাঁটুর চোটের কারণে দলের হয়ে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি রোনালদো। ওসাসুনার বিপক্ষে মাঠে ফেরার ম্যাচে গোল পান পর্তুগালের তারকা এই ফরোয়ার্ড।

“সম্ভাব্য সব শিরোপাই জিততে চাই আমি। লা লিগা জিততে চাইব আমি; এটা একটা শিরোপা, যেটার পেছনে ছুটব আমরা। দলকে ভালো আর নিখুঁত মনে হচ্ছে। আমরা শুরুটা ভালো করেছি এবং আমি আশা করি, আমরা ভালো করে যেতে পারব।”

“এটা লম্বা প্রতিযোগিতা, কিন্তু আমি নিশ্চিত এ বছর আমরা জিতব।”

সম্প্রতি খবর বের হয়েছে ৩১ বছর বয়সী রোনালদো রিযালের সঙ্গে চুক্তি নবায়ন করবেন। তারকা এই ফরোয়ার্ড জানান, ক্যারিয়ারটা রিয়ালে শেষ করতে চান তিনি।

“এটা বিশ্বের সবচেয়ে বড় ক্লাব এবং সেরা খেলোয়াড়রা এখানে আছে। আমি সত্যি যেটা চাই তা হলো সামনে এগিয়ে যাওয়া এবং আমার ক্যারিয়ার এখানে শেষ করা।”