হিগুয়াইনের জোড়া গোলে ইউভেন্তুসের জয়

গনসালো হিগুয়াইনের জোড়া গোলে ইতালির সেরি আতে সাস্সুয়োলোকে বড় ব্যবধানে হারিয়েছে ইউভেন্তুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2016, 06:17 PM
Updated : 10 Sept 2016, 06:17 PM

নিজেদের মাঠে শনিবার ৩-১ গোলে জেতে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

ডি-বক্সের ভেতর থেকে নেওয়া গড়ানো শটে ম্যাচের চতুর্থ মিনিটেই ইউভেন্তুসকে এগিয়ে দেন হিগুয়াইন। ছয় মিনিট পর অসাধারণ এক ভলিতে ব্যবধান দ্বিগুণ করা গোলটিও করেন ইতালির ফুটবলে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে এ মৌসুমেই নাপোলি থেকে ইউভেন্তুসে যোগ দেওয়া এই ফরোয়ার্ড।

নাপোলির হয়ে গত মৌসুমে সেরি আতে ৩৬ গোল করেছিলেন হিগুয়াইন। এক মৌসুমে ইতালির ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় এটা সর্বোচ্চ গোলের রেকর্ড।

চলতি মৌসুমে লিগে ফিওরেন্তিনার বিপক্ষে ইউভেন্তুসের ২-১ ব্যবধানের জয়ে ফল নির্ধারক গোলটি করেছিলেন হিগুয়াইন। চলতি মৌসুমে ৩ গোল হলো আর্জেন্টিনার এই তারকার।

২৭তম মিনিটে ব্যবধান ৩-০ করেন মিরালেম পিয়ানিচ। এর ছয় মিনিটের মাথায় অবশ্য একটি গোল শোধ দেয় সাস্সুয়োলো। দ্বিতীয়ার্ধে কোনো দল আর গোলের দেখা পায়নি।

এই জয়ে ৩ ম্যাচেন ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ইউভেন্তুস। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জেনোয়া। সমান পয়েন্ট নিয়ে সাম্পদোরিয়া আছে তৃতীয় স্থানে।