কাসোরলার পেনান্টিতে জিতল আর্সেনাল

পিছিয়ে পড়েও ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে সান্তি কাসোরলার গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2016, 04:38 PM
Updated : 10 Sept 2016, 06:33 PM

নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সাউথ্যাম্পটনকে ২-১ গোলে হারায় আর্সেন ভেঙ্গারের দল।

ম্যাচের অষ্টাদশ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় সাউথ্যাম্পটন। ডি-বক্সের ঠিক বাইরে থেকে সার্বিয়ার মিডফিল্ডার দুসান তাদিচের ফ্রি-কিকে বল ক্রসবারে লেগে মাটিতে পড়ে গোলরক্ষক পেতর চেকের পিঠে লেগে জালে ঢুকে যায়।

গোল শোধে মরিয়া আর্সেনাল সাউথ্যাম্পটনের রক্ষণে চাপ তৈরি করে খেলতে থাকে। এর আগে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে আর্সেনালের বিপক্ষে কোনো গোল না খাওয়া সাউথ্যাম্পটন নিজেদের জাল বেশিক্ষণ অক্ষত রাখতে পারেনি।

২৯তম মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান লরাঁ কোসিয়েলনি। কর্নার থেকে দুই খেলোয়াড়ের মাথা হয়ে বল পেয়ে বাইসেকল কিকে বল জালে জড়ান ফরাসি এই ডিফেন্ডার। 

৬৬তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বল লক্ষ্যে রাখতে পারেননি সাউথ্যাম্পটনের ফরোয়ার্ড শেন লং।

৮৪তম মিনিটে অসাধারণ দক্ষতায় সাউথ্যাম্পটনের একটি প্রচেষ্টা রুখে দিয়ে আর্সেনালকে বাঁচান গোলরক্ষক চেক।

৯০তম মিনিটে ডি-বক্সের মধ্যে অলিভিয়ে জিরুদকে ফাউল করা হলে পেনাল্টি পায় আর্সেনাল। আর তা থেকে জয়সূচক গোলটি করেন স্পেনের ফরোয়ার্ড সান্তি কাসোরলা।

আর এতে ঘরের মাঠে লিগে সাউথ্যাম্পটনের বিপক্ষে প্রায় তিন দশকে ২২টি ম্যাচে অপরাজিত থাকলো আর্সেনাল।

আগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ৯ পয়েন্ট নিয়ে ইউনাইটেডের অবস্থান তৃতীয় স্থানে। আর এক ম্যাচ কম খেলা চেলসি সমান পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

অন্য ম্যাচে স্টোক সিটিকে ৪-০ গোলে হারানো টটেনহ্যাম হটস্পার ৮ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।