ইউএস ওপেনের ফাইনালে জোকোভিচ-ভাভরিঙ্কা

ফ্রান্সের গায়েল মঁফিসকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। শিরোপা জয়ে সার্বিয়ার এই শীর্ষ বাছাইয়ের প্রতিপক্ষ সুইজারল্যান্ডের স্তানিস্লাস ভাভরিঙ্কা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2016, 03:54 AM
Updated : 10 Sept 2016, 10:13 AM

নিউ ইয়র্কে শুক্রবার দশম বাছাই মঁফিসকে ৬-৩, ৬-২, ৩-৬, ৬-২ গেমে হারান ২৯ বছর বয়সী জোকোভিচ। আর তৃতীয় বাছাই ভাভরিঙ্কা ষষ্ঠ বাছাই জাপানের কেই নিশিকোরিকে হারান ৪-৬, ৭-৫, ৬-৪, ৬-২ গেমে।

এর আগে দুইবার ইউএস ওপেন জেতা জোকোভিচ ত্রয়োদশ গ্র্যান্ড স্ল্যাম জেতার জন্য খেলবেন। গত বছরের ফরাসি ওপেনের ফাইনালে ভাভরিঙ্কার কাছে হেরে গিয়েছিলেন তিনি।

ফাইনালে জিতলে ফ্লাশিং মিডোতে প্রথমবার চ্যাম্পিয়ন হবেন দুটি গ্র্যান্ড স্ল্যাম জেতা ভাভরিঙ্কা।