দাবা অলিম্পিয়াডের পঞ্চম রাউন্ডে বাংলাদেশের হার

দাবা অলিম্পিয়াডের পঞ্চম রাউন্ডে উন্মুক্ত ও মহিলা দুই বিভাগে হেরেছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2016, 11:16 AM
Updated : 7 Sept 2016, 12:10 PM

আজারবাইজানের বাকুতে মঙ্গলবার উন্মুক্ত বিভাগে জার্মানির কাছে ৩.৫-০.৫ পয়েন্টে হারে বাংলাদেশ। পঞ্চম রাউন্ডে খেলা চার গ্র্যান্ডমাস্টারের মধ্যে নিয়াজ মোর্শেদ ড্র করেন জার্মানির গ্র্যান্ডমাস্টার রেইনার বুমানের সঙ্গে। হেরেছেন এনামুল হোসেন রাজীব, জিয়াউর রহমান ও আব্দুল্লাহ আল রাকিব।

উন্মুক্ত বিভাগে ৬ ম্যাচ পয়েন্ট নিয়ে ১৮০ দেশের মধ্যে ৫১তম স্থানে থাকা বাংলাদেশ ষষ্ঠ রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে খেলবে।

রানী হামিদ

মেয়েদের বিভাগে আগের রাউন্ডে তুরস্কের কাছে হারা বাংলাদেশ পঞ্চম রাউন্ডে মলদোভার কাছে হেরেছে ২.৫-১.৫ পয়েন্টের ব্যবধানে। পঞ্চম রাউন্ডে বাংলাদেশের দুই মহিলা ফিদে মাস্টারের মধ্যে শারমিন সুলতানা শিরিন জিতেছেন, ড্র করেছেন নাজরানা খান। দুই মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শামীমা আক্তার লিজা ও রানী হামিদ হেরেছেন।

মেয়েদের বিভাগে ৪ ম্যাচ পয়েন্ট নিয়ে ১৪০ দেশের মধ্যে ৮০তম স্থানে থাকা বাংলাদেশ ষষ্ঠ রাউন্ডে খেলবে মরক্কোর বিপক্ষে।