নেইমারের গোলে ব্রাজিলের জয়

অলিম্পিক ফুটবলে প্রথম শিরোপা জেতার পর থেকে দুর্দান্ত গতিতে ছুটছে ব্রাজিল। নেইমারের জয়সূচক গোলে কলম্বিয়াকে হারিয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2016, 02:50 AM
Updated : 7 Sept 2016, 10:49 AM

ব্রাজিলের মানাউসের আমাজোনিয়া স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের এই ম্যাচে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেও ২-১ গোলে জেতে স্বাগতিকরা।

পাঁচ দিন আগে একুয়েডরকে ৩-০ গোলে হারানো দলের একাদশই নামান নতুন কোচ তিতে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় তার শিষ্যরা। নেইমারের কর্নারে মার্কার কার্লোস বাক্কাকে ফাঁকি দিয়ে লাফিয়ে কোনাকুনি হেডে বল জালে পাঠান মিরান্দা। দেশের হয়ে ইন্টার মিলানের ডিফেন্ডারের এটাই প্রথম গোল।

৩২তম মিনিটে ডি-বক্সে ঢুকে পড়ে নেইমারের নেওয়া কোনাকুনি শট শুয়ে পড়ে হাত বাড়িয়ে ঠেকান গোলরক্ষক দাভিদ অসপিনা।

একটু পর নেইমারের দারুণ পাস থেকে বল জালে জড়িয়ে পাউলিনিয়োর উচ্ছ্বাস স্থায়ী হয়নি। বলটি হাত দিয়ে নিয়ন্ত্রণ করায় উল্টো হলুদ কার্ড দেখেন এই মিডফিল্ডার।

৩৬তম মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে কলম্বিয়া। হামেস রদ্রিগেসের উঁচু পাস ডি-বক্সে হেডে বিপদমুক্ত করতে গিয়ে গোলরক্ষক আলিসনের মাথার উপর দিয়ে জালে জড়িয়ে দেন মারকিনিয়োস।

দুই মিনিট পরই নেইমারের আরেকটি শট ঠেকান অসপিনা।

বিরতির পর দশম মিনিটে উইলিয়ানের বাড়ানো বল ঠিকমতো নিয়ন্ত্রণে না নিতে পেরে গোলের সুযোগ হারান রেনাতো আউগুস্তো।

পুরো ম্যাচে দারুণ খেলা নেইমার ব্রাজিলকে এগিয়ে নেন ৭৪তম মিনিটে। কৌতিনিয়োর পাসে বল পেয়ে ডি-বক্সে ঢুকেই কোনাকুনি নীচু শটে এবার অসপিনাকে পরাস্ত করেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।

দেশের হয়ে ৭২টি ম্যাচ খেলে নেইমারের গোল হলো ৪৮টি।

৭৭তম মিনিটে ডি-বক্সের ভেতর বল নিয়ে ঢুকে পড়েও কৌতিনিয়ো ব্যবধান বাড়াতে পারেননি ইতস্তত করে। সাত মিনিট পর আরেকটি সুযোগ নষ্ট করেন লিভারপুলের এই মিডফিল্ডার।

দারুণ এই জয়ে আট ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। প্যারাগুয়েকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া উরুগুয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ১৩ পয়েন্ট নিয়ে কলম্বিয়ার আছে চতুর্থ স্থানে।

আগের ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ভেনেজুয়েলার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। এদগার্দো বাউসার দলের পয়েন্ট ১৫। গোল পার্থক্যে ব্রাজিলের পেছনে তৃতীয় স্থানে আছে তারা।

অন্য ম্যাচে বলিভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করা চিলির পয়েন্ট ১১। অষ্টম রাউন্ডের শেষ ম্যাচে পেরুর কাছে ২-১ গোলে হেরে যাওয়া একুয়েডর ১৩ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।

দক্ষিণ আমেরিকা থেকে চারটি দল সরাসরি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে খেলবে। পঞ্চম দলটির বিশ্বকাপে সুযোগ পেতে ওশিয়ানিয়া অঞ্চলের সেরা দলের সঙ্গে প্লে-অফ খেলতে হবে।