রিয়ালের সাফল্যের মূলে জিদান: রোনালদো

জিনেদিন জিদানই রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মূল নায়ক বলে মনে করেন দলটির তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2016, 01:16 PM
Updated : 5 Sept 2016, 01:16 PM

জানুয়ারির শুরুতে রাফায়েল বেনিতেসকে ছাটাই করে জিদানকে দায়িত্ব দেয় রিয়াল। ফরাসি এই কোচ আসার পরেই ছন্দে ফেরে মাদ্রিদের দলটি। লিগের পয়েন্ট টেবিলে অনেকখানি পিছিয়ে পড়া দলটি শিরোপা সম্ভাবনাও জাগিয়ে তুলেছিল।

লা লিগায় না পারলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঠিকই জিতে নেয় জিদানের দল। দলের এ সাফল্যের পুরো কৃতিত্ব জিদানকেই দিচ্ছেন রোনালদো।

গত মৌসুমে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলে ৫১ গোল করা রোনালদো বলেন, “জিদান আমাদের সাফল্যের চাবিকাঠি ছিল। তিনি এলেন, আমাদের কঠোর পরিশ্রম করালেন, ভালো কাজ করলেন। তিনি দারুণ পেশাদার এবং একজন দারুণ মানুষ।”

“আমার মতে, খেলোয়াড়দেরকে শান্ত থাকার বুদ্ধি দেওয়াটাই তার (জিদানের) সেরা গুণ। কোন কোচ ছয় মাসে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে?”

“জিদানের কৃতিত্বই বেশি। তিনি আমাদের সঙ্গে থাকায় আমি খুশি।”

এ মৌসুমের লা লিগায় নিজেদের প্রথম দুই ম্যাচে জিতেছে রিয়াল। তবে এই দুই ম্যাচের কোনোটিই খেলেননি সম্প্রতি চোট কাটিয়ে ওঠা রোনালদো।