শেষ ষোলোতে মারে, ভাভরিঙ্কা

ইউএস ওপেনের শেষ ষোলোতে উঠেছেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই অ্যান্ডি মারে ও সুইজারল্যান্ডের স্তানিস্লাস ভাভরিঙ্কা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2016, 10:37 AM
Updated : 4 Sept 2016, 10:37 AM

নিউ ইয়র্কে গত শনিবার ইতালির ৩৪ বছর বয়সী পাওলো লরেন্সিকে তৃতীয় রাউন্ডে ৭-৬, ৫-৭, ৬-২, ৬-৩ গেমে হারান ব্রিটিশ তারকা মারে। আর ব্রিটিশ খেলোয়াড় ড্যান ইভান্সের বিপক্ষে টুর্নামেন্টের তৃতীয় বাছাই ভাভরিঙ্কার জয়টি ৪-৬, ৬-৩, ৬-৭, ৭-৬, ৬-২ গেমে।

ফ্রান্সের নিকোলাস মাহুতকে ৪-৬, ৬-১, ৬-২, ৬-২ গেমে হারিয়ে গত শনিবার শেষ ষোলোতে উঠেন জাপানের কেই নিশিকোরি।
 
একই দিন পুরুষ এককের শেষ ষোলোতে উঠেন আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রো, বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভ, ক্রোয়েশিয়ার ইভো কার্লোভিচ।

জার্মানির লরা সিগেমুন্ডকে ৬-১, ৬-২ গেমে হারিয়ে মেয়েদের এককের চতুর্থ রাউন্ডে উঠেন ভেনাস উইলিয়ামস। টেনিসের উন্মুক্ত যুগে নারী খেলোয়াড়দের মধ্যে গ্র্যান্ড স্ল্যামে সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়ে শেষ ষোলোতে উঠেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে সেরেনাও। দুই বোনই তাদের পরের দুটি ম্যাচ জিতলে সেমি-ফাইনালে মুখোমুখি হবেন।

মেয়েদের এককে এ ছাড়া শনিবার শেষ ষোলোতে উঠেন পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকা, রোমানিয়ার সিমোনা হালেপ, স্পেনের কার্লা সুয়ারেস নাভাররো, চেক প্রজাতন্ত্রের কারোলিনা প্লিসকোভা।