মেসি ফেরায় আনন্দ সুয়ারেসের

অবসরের সিদ্ধান্ত বদলে লিওনেল মেসি আবার আর্জেন্টিনা দলে ফেরায় দারুণ খুশি লুইস সুয়ারেস। মেসি আন্তর্জাতিক ফুটবল না খেললে বিশ্বকাপ আর কোপা আমেরিকার মতো টুর্নামেন্টগুলো অনুজ্জ্বল হয়ে পড়ত বলে মনে করেন উরুগুয়ের এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2016, 03:10 PM
Updated : 3 Sept 2016, 03:12 PM

বুয়েনস আইরেসে বাংলাদেশ সময় গত শুক্রবার ভোরে মেসির একমাত্র গোলে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়েকে হারায় আর্জেন্টিনা।

আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ার কষ্ট এক পাশে সরিয়ে বার্সেলোনা সতীর্থ মেসির আন্তর্জাতিক ফুটবলে ফেরায় নিজের আনন্দের কথা জানান সুয়ারেস।

“আমি আনন্দিত কারণ সে আমার বন্ধু এবং আমি জানি, তার কাছে আর্জেন্টিনার হয়ে খেলার মানে কী। কিন্তু আমি ফুটবলের জন্যও আনন্দিত।”

“বিশ্বকাপ আর কোপা আমেরিকার টুর্নামেন্টগুলো তাকে ছাড়া অনুজ্জ্বল হতো। বিশ্বের সেরা আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর বিশ্বের সেরা খেলোয়াড়দের প্রয়োজন আছে। এটা (মেসির ফেরা) সবার জন্যই ভালো।”

গত জুনে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর ফুটবল বিশ্বকে হতাশ করে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। পরে নতুন কোচ এদগার্দো বাউসার সঙ্গে আলোচনায় মত বদলে জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নেন বার্সেলোনা তারকা।