মেসির শুধু প্রশংসাই করা যায়: তাবারেস

উরুগুয়ের বিপক্ষে লিওনেল মেসি ফিরেছেন তার পুরানো রূপে। ম্যাচটিতে আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ডের খেলা দেখে মুগ্ধ প্রতিপক্ষ কোচ অস্কার তাবারেস বলেছেন, মেসির শুধু প্রশংসাই করা যায়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2016, 10:07 AM
Updated : 2 Sept 2016, 12:28 PM

বুয়েনস আইরেসে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে উরুগুয়ের বিপক্ষে মেসির একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ব্যথা নিয়ে খেললেও পুরো ম্যাচে অসাধারণ ফুটবল উপহার দেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি।   

ম্যাচ শেষে উরুগুয়ে কোচ তাবারেস বলেন, “আর্জেন্টিনার সব আক্রমণই মেসির মাধ্যমে হয়েছে। সে এমন একজন খেলোয়াড় যার বর্ণনা আপনি করতে পারবেন না। আপনি শুধু তার খেলা দেখতে পারবেন, মুগ্ধ হতে পারবেন আর সে যা করে তার প্রশংসা করতে পারবেন।”

তাবারেসের কাছে আর্জেন্টিনা এই মুহূর্তে বিশ্বের সেরা দল।

“অনেক অভিজ্ঞতা সম্পন্ন কিছু অসাধারণ খেলোয়াড় আছে আর্জেন্টিনার এবং ফিফা র‌্যাঙ্কিংয়ে তারা বিশ্বের সেরা দল। আমিও এর সঙ্গে একমত।”

“তাদের (আর্জেন্টিনার) মেসি আছে, যে অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে এক ধাপ উপরে। আমরা জানতাম ম্যাচটি কঠিন হবে। তবে আমরা জানি যে বাছাইপর্ব শেষ হতে আরও দেরি আছে।”